বৃহস্পতিবার ইন্দওরে মহাবীর ও হনুমান জয়ন্তী উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানেই এহেন মন্তব্য করেন কৈলাস বিজয়বর্গীয়। তাঁর সেই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যথারীতি প্রবল সমালোচনাও শুরু হয়েছে।
আরও পড়ুন: অসমের ডিব্রুগড় ইউনিভার্সিটি ময়দানে আয়োজিত যোগা মহোৎসবে ত্রিপুরার মুখ্যমন্ত্রী
নানা মহলে শোরগোল ফেলে দেওয়া সেই ভিডিও ক্লিপে কৈলাসকে বলতে শোনা গিয়েছে, “আমাদের দেশে মেয়েদের দেবীর আসনে বসানো হয়। অথচ সেই মেয়েদেরই দেখি নোংরা পোশাক পরতে। ওই ধরনের পোশাক পরলে মেয়েদের দেবী তো মনে হয়ই না। মনে হয় শূর্পণখা।” রামায়ণে রাবনের বোন হিসাবে উল্লেখ করা হয়েছে শূর্পণখাকে। মহিলাদের কেমন পোশাক পরা উচিত তারও নিদান দিয়েছেন কৈলায় বিজয়বর্গীয়। বর্ষীয়ান বিজেপি নেতা বলছেন, “ঈশ্বর এত সুন্দর শরীর দিয়েছেন। তাহলে নোংরা পোশাক পরা কেন? ভাল পোশাক পরুন।”
advertisement
আরও পড়ুন: লক্ষ্য লোকসভা! 'পঞ্চায়েত ভোটে গা-জোয়ারি নয়...' বিশেষ নির্দেশ অভিষেকের
এখানেই শেষ নয়, দেশে নানা ক্ষেত্রে যুবসমাজের অবক্ষয় নিয়ে সমালোচনা করেছেন। তাঁর কথায়, “আমি যখন রাতে বাড়ি ফিরি তখন দেখি যুবকেরা মদকের নেশা করছে, এমনকি ছোটদেরও অনেককে নেশা করতে দেখি। তখন মনে হয় গাড়ি থেকে নেমে পাঁচ-সাতটা থাপ্পড় মেরে দিই। দেশ আজ সবদিক থেকে বিশ্বের সেরা। শুধু যুবসমাজ পিছিয়ে পড়ছে।” এর আগেও নানা বিতর্কিত মন্তব্যে যথেষ্ট সমালোচনার মুখে পড়েছেন কৈলাস। তাঁর সাম্প্রতিক মন্তব্যও যথেষ্ট আলোড়ন ফেলেছে বিভিন্ন মহলে।