কর্নাটকের মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী একটি ভিডিও ক্লিপ প্রকাশ্যে এনেছেন৷ সেই ক্লিপে শোনা যাচ্ছে, জেডিএস বিধায়ক নগনগৌড়াকে তাঁর ছেলে শরণ গৌড়ার সাহায্যে ৫০ কোটি টাকা অফার করছেন ইয়েদুরাপ্পা৷ ঘটনায় বেজায় বিপাকে পড়ে ইয়েদুরাপ্পার সাফাই, 'এটা সত্যি, আমি শরণ গৌড়ার সঙ্গে দেখা করেছিলাম৷ কুমারস্বামীই ওই বিধায়কের ছেলেকে আমার কাছে পাঠিয়েছিলেন, কী কী দরকার তাঁদের, জানাতে৷ তারপর সেই অডিও বিকৃত করা হয়েছে৷'
advertisement
ইয়েদুরাপ্পা প্রাথমিক ভাবে অডিও ক্লিপটিকে ফেক বলে উড়িয়ে দিয়েছিলেন৷ এরপরই কুমারস্বামী রীতিমতো চ্যালেঞ্জ করে বলেন, 'এই অডিও যদি বিকৃত হয়, তা হলে আমি রাজনীতি থেকে সন্ন্যাস নিয়ে নেব৷' অডিও ক্লিপে শোনা গিয়েছে, বিধায়ক কেনাবেচায় বড় বড় নাম তালিকায় রয়েছে৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 11, 2019 11:57 AM IST