কিন্তু কমিশনের এই ঘোষণার আগেই অমিত মালব্য ট্যুইট করেন কর্ণাটকের ভোট গ্রহণ ১২ মে এবং গণনা ১৮ মে। ফল গণনা নিয়ে ভুল ট্যুইটে করলেও প্রশ্ন ওঠে অমিত মালব্য কীভাবে ভোটগ্রহণের দিন আগেই জানতে পারলেন? তথ্য কীভাবে ফাঁস হল? ট্য়ুইট নিয়ে জলঘোলা হতেই তা মুছে দেন অমিত মালব্য। কিন্তু এখানেই বিষয়টি মিটছে না।
advertisement
পড়ুন ১২ মে কর্ণাটক বিধানসভা নির্বাচন, ভোট গণনা ১৫ মে : নির্বাচন কমিশন
এরপরই রাজনীতিতে তোলপাড় শুরু হয়। কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে এত সংবেদনশীল বিষয় ফাঁস হয় কীভাবে । তাদের পক্ষ থেকে যথাযথ শাস্তির দাবি ওঠে । মালব্যর এই ট্যুইট সম্পর্কে প্রতিক্রিয়ায় কংগ্রেসের প্রধান মুখপাত্র রণদীপ সুরজেওয়ালার ট্যুইট- ‘বিজেপি সুপার নির্বাচন কমিশন হয়ে উঠছে। তারা নির্বাচন কমিশনের আগেই করা কর্ণাটকের ভোটের দিন ঘোষণা করে দিচ্ছে। পরীক্ষায় মুখে পড়ে গিয়েছে নির্বাচন কমিশনের বিশ্বাসযোগ্যতা।
তথ্য ফাঁসকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচন কমিশনার ওপি রাওয়াত জানিয়েছেন, তথ্য ফাঁস নিয়ে তদন্ত হবে এবং প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নেওয়া করা হবে।