TRENDING:

নীতীশকে মুখ্যমন্ত্রী করার পিছনে পশ্চিমবঙ্গের ভোট অঙ্ক! কী কৌশল বিজেপি-র?

Last Updated:

যেন তেন প্রকারে পশ্চিমবঙ্গে ক্ষমতা দখলকেই এখন পাখির চোখ করেছেন নরেন্দ্র মোদি, অমিত শাহ, জে পি নাড্ডারা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পটনা: বিহারে জেডিইউ-কে অনেকটাই পিছনে ফেলে বড় শরিক হিসেবে উঠে এসেছে বিজেপি৷ ১১০টি আসনে লড়ে ৭৪টি আসনে জয়ী হয়েছে তারা৷ সেখানে ১১৫ আসনে লড়ে মাত্র ৪৩টিতে জিতেছে জেডিইউ৷ তা সত্ত্বেও নীতীশ কুমারকেই মুখ্যমন্ত্রীর পদে বসানো হবে বলে জানিয়ে দিয়েছে বিজেপি নেতৃত্ব৷
advertisement

বিজেপি নেতারা মুখে বলছেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করেই নীতীশকে মুখ্যমন্ত্রী করা হচ্ছে৷ কারণ খোদ প্রধানমন্ত্রীও ভোট প্রচারে বলেছিলেন, বিজেপি বেশি আসন পেলেও মুখ্যমন্ত্রী হবেন নীতীশই৷ কিন্তু বিজেপি শিবিরের ভিতরের খবর বলছে, নীতীশকে মুখ্যমন্ত্রী করার পিছনে আসলে আরও বড় অঙ্ক কাজ করছে৷ সোজা কথায় বললে, আগামী বছর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ভোটের অঙ্কই নীতীশকে মুখ্যমন্ত্রীর পদে বসানোর অন্যতম কারণ৷ দেরিতে হলেও বিজেপি নেতৃত্বের মনে ২০২৪-এর নির্বাচনী অঙ্কও রয়েছে৷ ফলে শরিকের জন্য ত্যাগ স্বীকার নয়, বরং ভবিষ্যতে আরও বড় লাভের গুড় ঘরে তুলতেই অঙ্ক কষছে গেরুয়া শিবির৷

advertisement

যেন তেন প্রকারে পশ্চিমবঙ্গে ক্ষমতা দখলকেই এখন পাখির চোখ করেছেন নরেন্দ্র মোদি, অমিত শাহ, জে পি নাড্ডারা৷ গুরুত্বপূর্ণ এই ভোটের আগে কোনওভাবেই নীতীশের থেকে মুখ্যমন্ত্রীর পদ কেড়ে নিয়ে তাঁর ক্ষোভ বাড়াতে চায় না বিজেপি শিবির৷ কারণ দেশজুড়ে নিজেদর আধিপত্য বিস্তারে মরিয়া বিজেপি৷ শিবসেনা, অকালি দল এনডিএ ছেড়ে বেরিয়ে যাওয়ার পর জেডিইউ-এর মতো গুরুত্বপূর্ণ শরিককে সন্তুুষ্ট রাখার বিষয়টি ভাবতে হচ্ছে বিজেপি নেতাদের৷ তার উপর নীতীশকে মুখ্যমন্ত্রীর পদে বসিয়ে অতি পিছিয়ে পড়া সম্প্রদায়ের ভোটারদেরও মন জয় করতে চাইছে বিজেপি৷ কারণ পশ্চিমবঙ্গে এই ধরনের ভোটারের সংখ্যা নেহাত কম নয়৷ যাঁরা আদতে পশ্চিমবঙ্গের ভোটার হলেও তাঁদের শেকড় রয়েছে বিহারে৷ কলকাতা ছাড়াও বিহার লাগোয়া এ রাজ্যের জেলাগুলি বা উত্তরবঙ্গের চা বাগানগুলিতে এই ধরনের বহু শ্রমিক রয়েছেন৷ আগামী বছর বিধানসভা নির্বাচনে যাঁদের মতামত পশ্চিমঙ্গে ভোটের ফল নির্ধারণ বড় ভূমিকা নেবে৷ ফলে আপাতত বাংলায় বিধানসভা ভোট পর্যন্ত নীতীশকেই বিহারের মুখ্যমন্ত্রী রাখার বিষয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে বিজেপি নেতৃত্ব৷

advertisement

কম আসন পেয়ে মুখ্যমন্ত্রীর পদে বসাটা এখন নীতীশের কাছেও অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে৷ একসময় যে নরেন্দ্র মোদিকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী করায় তিনি বিজেপি-র সঙ্গ ত্যাগ করেছিলেন, তাঁর বদান্যতাতেই কার্যত এবার নির্বাচনী বৈতরনী পার হতে হয়েছে নীতীশকে৷ মুখ্যমন্ত্রীর পদ তাঁকে ছাড়লেও বিহার সরকারের লাগাম থাকবে বিজেপি-র হাতেই৷ ফলে নীতীশকে মুখ্যমন্ত্রী পদে বসিয়ে পশ্চিমবঙ্গ দখলের অঙ্ক কষলে খুব একটা ক্ষতি নেই মোদি-শাহদের৷

advertisement

বিহারের বিজেপি নেতাদের একাংশ এমনিতে নীতীশের উপরে খুব একটা সন্তুষ্ট নন৷ ভোটের ফল দেখেও তাঁদের স্থির বিশ্বাস, বিজেপি একা লড়লে ফল আরও ভাল হত৷ কিন্তু নীতীশের পিছনে মোদি-শাহদের সমর্থন থাকায় আপাতত তাঁকেই মেনে নিতে বাধ্য হচ্ছেন বিহারের বিজেপি নেতারা৷

সেরা ভিডিও

আরও দেখুন
হুইল চেয়ারে ভর করেই উচ্চমাধ্যমিকে নজিরবিহীন রেজাল্ট, বিশ বছরের সফল শিক্ষিকা স্বরূপা
আরও দেখুন

Ashok Mishra

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
নীতীশকে মুখ্যমন্ত্রী করার পিছনে পশ্চিমবঙ্গের ভোট অঙ্ক! কী কৌশল বিজেপি-র?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল