TRENDING:

Uttar Pradesh District Panchayat Polls: উত্তর প্রদেশে জেলা পঞ্চায়েত ভোটে বিরাট জয় বিজেপি-র, জোর ধাক্কা অখিলেশের

Last Updated:

উত্তর প্রদেশে আগামী বছরের বিধানসভা নির্বাচনের আগে স্থানীয় স্তরের এই নির্বাচনের (Uttar Pradesh District Panchayat Polls) গুরুত্ব অনেকটাই বেড়ে গিয়েছিল৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#লখনউ: উত্তর প্রদেশে বিধানসভা নির্বাচনের আগে বড় স্বস্তি পেল বিজেপি৷ রাজ্যে জেলা পঞ্চায়েত চেয়ারম্যান পদের নির্বাচনে ৭৫টির মধ্যে ৬৫টিতেই জয়ী হয়েছে বিজেপি৷ অখিলেশ যাদবের দল সমাজবাদী পার্টি জয়ী হয়েছে মাত্র ৬টি আসনে৷ অন্যান্যরা জিতেছে চারটিতে৷
advertisement

উত্তর প্রদেশের ৭৫টি জেলার মধ্যে ২২টির জেলা পঞ্চায়েত চেয়ারম্যান পদে কোনও প্রতিদ্বন্দ্বিতা হয়নি৷ বাকি ৫৩টি আসনে নির্বাচনে হয়৷  এ দিনই ভোটদানের পর ফল ঘোষণা হয়৷ যে ২২টি আসনে ভোট হয়নি, তার মধ্যে ২১টিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন বিজেপি প্রার্থীরা৷ একমাত্র এটাওয়াতে জয়ী হয় সমাজবাদী পার্টি৷

গত মাসেই উত্তর প্রদেশে চার দফায় পঞ্চায়েত নির্বাচন সম্পন্ন হয়েছে৷ সেই নির্বাচনে জয়ী জেলা পঞ্চায়েতের সদস্যরাই জেলা পঞ্চায়েতের চেয়ারপার্সন বা সভাপতিদের নির্বাচন করেন৷ ফলে কোনও একটি দলের প্রার্থীরা অন্যান্য দলেরও সমর্থন পান৷

advertisement

উত্তর প্রদেশে আগামী বছরের বিধানসভা নির্বাচনের আগে স্থানীয় স্তরের এই নির্বাচনের গুরুত্ব অনেকটাই বেড়ে গিয়েছিল৷ কারণ ভোটারদের মন বুঝে নেওয়ার এটাই শেষ সুযোগ ছিল রাজনৈতিক দলগুলির কাছে৷ উত্তর প্রদেশের পঞ্চায়েত নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা ছিল বিজেপি এবং সমাজবাদী পার্টির মধ্যে৷

গত বিধানসভা ভোটের ব্যর্থতা ভুলে আগামী বছর বিধানসভা নির্বাচনে ঘুরে দাঁড়ানোর মরিয়া চেষ্টা করছে অখিলেশের দল৷ কিন্তু জেলা পঞ্চায়েতের সভাপতি পদের নির্বাচনের ফলাফল অখিলেশের কাছে বড় ধাক্কা৷ কারণ পাঁচ বছর আগে এই নির্বাচনের ফল হয়েছিল উল্টো৷ কারণ সেবার একপেশে ভাবে অধিকাংশ জেলায় পঞ্চায়েত সভাপতির পদে জিতেছিল সমাজবাদী পার্টি৷ যদিও ২০১৭ সালের বিধানসভা নির্বাচনে উত্তর প্রদেশে বিধ্বস্ত হয়েছিল অখিলেশের দল৷ তাই রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বিজেপি-র আত্মবিশ্বাস বাড়লেও এই ফলের নিরিখে আগামী বছরের বিধানসভার নির্বাচনের ফলাফলের আন্দাজ পাওয়া শক্ত৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বিপুল এই জয়ের পর বিজয়ী প্রার্থীদের অভিনন্দন জানিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ৷ আবার অখিলেশ যাদব বিজেপি-র বিরুদ্ধে প্রতিপক্ষ শিবিরকে ভয় দেখানো এবং হুমকি দেওয়ার অভিযোগ এনেছেন৷ বিধানসভা নির্বাচনের আগে দলকে শক্তিশালী করার যুক্তি দিয়ে এই নির্বাচনে অংশ নেবেন না বলে জানিয়ে দিয়েছিলেন বহুজন সমাজ পার্টির নেত্রী মায়াবতী৷

বাংলা খবর/ খবর/দেশ/
Uttar Pradesh District Panchayat Polls: উত্তর প্রদেশে জেলা পঞ্চায়েত ভোটে বিরাট জয় বিজেপি-র, জোর ধাক্কা অখিলেশের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল