এ দিনই কারহাল কেন্দ্র থেকে মনোনয়ন জমা দিয়েছেন অখিলেশ৷ তার কিছুক্ষণের মধ্যেই মনোনয়ন জমা দিয়ে দেন বাঘেলও৷ এই মুহূর্তে আগ্রা লোকসভা কেন্দ্রের সাংসদ রয়েছেন বাঘেল৷
আরও পড়ুন: ফসল নষ্ট করছে গরু, একটাই সমস্যা উত্তরপ্রদেশের এই কেন্দ্রের বিজেপি প্রার্থীর
কারহাল কেন্দ্রটি সমাজবাদী পার্টির অন্যতম শক্ত ঘাঁটি হিসেবেই পরিচিত৷ কারণ কারহাল কেন্দ্র পড়ে মইনপুরী লোকসভা কেন্দ্রের মধ্যে৷ যে কেন্দ্রের সাংসদ মুলায়ম সিং যাদব৷ আগামী ২০ ফেব্রুয়ারি কারহাল কেন্দ্রে ভোট গ্রহণ হবে৷
advertisement
কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে লড়তে হলেও চিন্তিত নন অখিলেশ৷ বাঘেল প্রার্থী হওয়ায় সমাজবাদী পার্টি সুপ্রিমো বলেন, 'কারহাল থেকে যিনিই প্রার্থী হবেন তিনি হারবেন৷'
আরও পড়ুন: ২০২৪-এর মধ্যেই পাক অধিকৃত কাশ্মীর ভারতের হবে! ভোট-আবহে কেন্দ্রীয় মন্ত্রীর দাবি
প্রসঙ্গত, এ বারই প্রথমবার বিধানসভা নির্বাচনে লড়ছেন অখিলেশ৷ প্রথমে শোনা গিয়েছিল তিনি নির্বাচনে লড়বেন না৷ কিন্তু উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নির্বাচনে প্রার্থী হওয়ার পর কার্যত চাপে পড়েই প্রার্থী হতে হয় অখিলেশকে৷ এবার তাঁর সামনে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিল বিজেপি৷
এস পি বাঘেল অতীতে সমাজবাদী পার্টির টিকিটেই সাংসদ নির্বাচিত হন৷ ১৯৯৮, ১৯৯৯ এবং ২০০৪ সালে সমাজবাদী পার্টির টিকিটে সাংসদ হন তিনি৷ এর পর তাঁকে সমাজবাদী পার্টি থেকে বহিষ্কার করা হয়৷ এর পর ২০০৯ এবং ২০১৪ সালে বহুজন সমাজ পার্টির হয়ে লোকসভা নির্বাচনে লড়ে পরাজিত হন তিনি৷ পরবর্তী সময়ে বিজেপি-তে যোগ দেন বাঘেল৷