বিজেপি প্রার্থীর বাবা প্রয়াত দুরে রাজ অবশ্য একসময় কংগ্রেসের সঙ্গেই যুক্ত ছিলেন৷ মুন্নারের নল্লাথানি কাল্লার এলাকা থেকে উঠে এসে স্থানীয় রাজনীতিতে অন্যতম সিনিয়র কংগ্রেস নেতা হিসেবেই পরিচিত ছিলেন তিনি৷ প্রাক্তন কংগ্রেস সভানেত্রীর প্রতি আনুগত্য এবং তাঁর প্রতি শ্রদ্ধা থেকেই নিজের সদ্যোজাত মেয়ের নাম সোনিয়া গান্ধির নামে রেখেছিলেন দুরে রাজ৷
কিন্তু বিয়ের পরই নিজের রাজনৈতিক মতাদর্শ বদল করেন মুন্নারের সোনিয়া৷ তাঁর স্বামী সুভাষ একজন সক্রিয় বিজেপি কর্মী৷ তিনি বর্তমানে স্থানীয় পঞ্চায়েতের সাধারণ সম্পাদক পদেও রয়েছেন৷ বছর খানেক আগে মুন্নারের পুরসভার উপনির্বাচনেও তিনি বিজেপি-র প্রার্থী হয়েছিলেন৷ স্বামীর পথ অনুসরণ করেই এবার স্থানীয় পঞ্চায়েত ভোটে বিজেপি-র প্রার্থী হয়েছেন সোনিয়া৷ ফলে মুন্নারের রাজনৈতিক মহলে এখন যাবতীয় আগ্রহের কেন্দ্রবিন্দু তিনিই৷
advertisement
স্বাভাবিক ভাবেই প্রতিপক্ষকে নিয়ে বিপাকে পড়েছেন ওই আসনের কংগ্রেস প্রার্থী মঞ্জুলা রমেশ৷ প্রতিপক্ষের নামই এখন সবথেকে মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে তাঁর৷ অতীতে বহু নির্বাচনে প্রার্থীদের নামের মিলের কারণে বিভ্রান্ত হয়ে ভোট ভাগাভাগির নজির রয়েছে৷ ফলে কংগ্রেস প্রার্থীর চিন্তা আরও বেড়েছে৷
কেরলের গ্রাম, ব্লক এবং জেলা পঞ্চায়েত, পুরসভা, পুরনিগমগুলির নির্বাচন আগামী ৯ এবং ১১ ডিসেম্বর দুটি পর্যায়ে হবে৷ ভোটের ফল ঘোষণা হবে ১৩ ডিসেম্বর৷
