TRENDING:

উত্তরপ্রদেশে লোকসভায় মাত্র ২৫ আসনই ধরে রাখবে বিজেপি, ইঙ্গিত সমীক্ষায়

Last Updated:

২০১৪ লোকসভা নির্বাচনে মোদি ঝড়ের সামনে কেউ টিকতে পারেনি খড়কুটোর মত উড়ে গিয়েছিল ৷ সারা দেশ জুড়ে ব্যাপক মোদি সুনামিতে ঘায়েল হয়েছিল বাকি সব রাজনৈতিক দলগুলি ৷ এমন পূর্ব ইঙ্গিত থাকায় প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদি তাঁর সাধের শহর গুজরাতের সঙ্গে বারাণসী থেকেও প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন জিতেছিলেন এই দুই আসনই ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#লখনউ: ২০১৪ লোকসভা নির্বাচনে মোদি ঝড়ের সামনে কেউ টিকতে পারেনি খড়কুটোর মত উড়ে গিয়েছিল ৷ সারা দেশ জুড়ে ব্যাপক মোদি সুনামিতে ঘায়েল হয়েছিল বাকি সব রাজনৈতিক দলগুলি ৷ এমন পূর্ব ইঙ্গিত থাকায় প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদি তাঁর সাধের শহর গুজরাতের সঙ্গে বারাণসী থেকেও প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন জিতেছিলেন এই দুই আসনই ৷ দেশে ক্ষমতায় আসতে হলে উত্তরপ্রদেশে জিততেই হয় ৷ সেই চেনা উত্তরপ্রদেশেই এবার সিঁদুরে মেঘ দেখছে বিজেপি ৷
advertisement

পরবর্তী সময়ে গান্ধিনগর ছেড়ে দিয়েছিলেন ৷ এ এক পাটিগণিতের হিসাব ৷ কেন্দ্রে ক্ষমতায় আসতে হলে উত্তরপ্রদেশে ক্ষমতায় আগে আসতে হবেই হবে ৷ সেই মত ৮০ আসন বিশিষ্ট লোকসভায় উত্তরপ্রদেশে ৭১ টি আসনই পেয়েছিল ৷ বিধানসভার ক্ষেত্রেও ঘটেছিল একই ঘটনা ৷

বিজেপির সহযোগী দল ২টি, সপা ৫টি ও কংগ্রেস মাত্র ২টি আসন পেয়েছিল ৷ তবে তখন অবশ্য বিরোধীরা একা একা লড়েছিল ৷ এর মাঝের সময়ে গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গিয়েছে ৷ সম্প্রতি উত্তরপ্রদেশের ফুলহার ও গোরক্ষপুর উপনির্বাচনে বিজেপির পরাজয় এবং বিরোধীদের একজোট হওয়া স্বভাবতই কপালে চিন্তার ভাঁজ ফেলেছে মোদি-শাহের কপালে ৷

advertisement

আরও পড়ুন : পাকিস্তান ফেরৎ গীতার স্বয়ম্বর সভা আজ, ১০ মিনিট করে সময় পাবে ১৪ যুবক

উত্তরপ্রদেশের বিভিন্ন প্রান্তে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম সব মিলেই বিজেপি বিরোধী জোটের পালে হাওয়া লেগেছে ৷ পশ্চিম উত্তরপ্রদেশের ১২ সিটে ২০১৪ সালে বিজেপি ৩৯ শতাংশ ভোট পেয়েছিল ৷ কংগ্রেস পেয়েছিল ৩৪ শতাংশ ভোট, বসপা পেয়েছিল ১৯.৫৭ শতাংশ, সপা ৪.৪২ শতাংশ ভোট পেয়েছিল ৷ যদি সব বোট একত্রিত হয় তবে নিশ্চিত ভাবে বিপাকে পড়তে পারে বিজেপি ৷

advertisement

তেমনই বুন্দেলখণ্ড সহ ১০ আসন , ঝাঁসী, সীতাপুর, ফৈজাবাদ, হরদিই, সুলতানপুর, ইটাবা, ফতেহপুর, গোরক্ষপুর সহ ২০টি আসনে এছাড়াও সব আসনে বুথ ভিত্তিক সমীক্ষা করলে দেখা যাচ্ছে, পরিস্থিতি যদি এমনটাই চলে তাহলে আগামী লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে বিজেপির দখলে ৭১টি আসনের মধ্যে ধরে রাখতে পারবে মাত্র ২৫টি আসন ৷

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

আরও পড়ুন : অবশেষে উদ্ভবের ঠাকরের মানভঞ্জনে অমিত শাহ, দীর্ঘ বৈঠক দু'নেতার

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
উত্তরপ্রদেশে লোকসভায় মাত্র ২৫ আসনই ধরে রাখবে বিজেপি, ইঙ্গিত সমীক্ষায়