TRENDING:

BJP: বিধানসভায় বিধান চন্দ্রের জন্মদিন পালন বয়কট বিজেপির,অধ্যক্ষের মন্তব্যে শুরু তরজা

Last Updated:

সরকারি অনুষ্ঠান এড়িয়ে যাওয়া নিয়েই আজ বিজেপিকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন স্পীকার বিমান বন্দোপাধ্যায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: বিধানসভায় প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের জন্মদিন পালনের 'সরকারি অনুষ্ঠানে' বিজেপি-র যোগ না দেওয়া নিয়ে ফের রাজনৈতিক তরজা। রাজ্য সরকারের তরফে নবান্নে মনীষীদের জন্মদিন পালনের অনুষ্ঠানের ধাঁচে  বিধানসভাতেও স্পিকারের উদ্যোগে ২০১১ থেকেই  মনীষীদের জন্মদিন পালনের অনুষ্ঠান চালু হয়েছে।
বিধান চন্দ্র রায়ের জন্মদিনকে ঘিরেও রাজনৈতিক তরজা৷
বিধান চন্দ্র রায়ের জন্মদিনকে ঘিরেও রাজনৈতিক তরজা৷
advertisement

দেখতে দেখতে  দু দুটো দফা পার করে তৃতীয় দফায় মমতা বন্দোপাধ্যায়ের  সরকার চলছে রাজ্যে। বিধানসভার পর্যবেক্ষকরা বলছেন, অতীতে বিধানসভায় প্রধান  বিরোধী দল হিসেবে সূর্যকান্ত মিশ্রের নেতৃত্বে বামফ্রন্টকে ও আব্দুল মান্নানের নেতৃত্বে  কংগ্রেসকে প্রধান বিরোধী দল হিসেবে দেখেছে এই বিধানসভা। সে সময়েও, বিধানসভায় এই মনীষীদের জন্মদিন পালনের অনুষ্ঠানে বাম, কংগ্রেস নেতৃত্বকে উপস্থিত থাকতে দেখা গেছে।

advertisement

কিন্তু, ছবিটা বদলে গেল ২০২১ সালে এসে। পরিষদীয় রাজনীতিতে শূন্য হয়ে গিয়ে বিধানসভায় বিরোধীর ভূমিকায় এখন বিজেপি। আর, শাসক দলের সঙ্গে রাজনৈতিক সংঘাতের জেরে বিধানসভায় সরকারি অনুষ্ঠান কার্যত ''বয়কট " করার সিদ্ধান্ত নিয়ে নিল বিজেপি। বাদ গেল না  বিধানসভায় মনীষীদের জন্মদিন পালনের সরকারি অনুষ্ঠানও। শমীক ভট্টাচার্য বা দিলীপ ঘোষরা বিজেপি-র সদস্য থাকাকালীনও এই অবস্থান ছিল না বিজেপি-র।

advertisement

আরও পড়ুন: দ্রৌপদী মুর্মুর জয়ের সম্ভাবনা বেশি, মহারাষ্ট্রের পটবদলের পরই কারণ জানিয়ে দিলেন মমতা

আজ বিধানসভায় রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন উদযাপনের সরকারি অনুষ্ঠানও বিজেপি এই'' চলতি হাওয়ার " বাইরে যেতে পারল না। সরকারি অনুষ্ঠান এড়িয়ে যাওয়া নিয়েই আজ বিজেপিকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন স্পীকার বিমান বন্দোপাধ্যায়। অধ্যক্ষ বলেন, 'অতীতে বাম, কংগ্রেসের বিরোধীদলে থাকার সময়েও এই জিনিস দেখিনি। তাদের সঙ্গেও আমাদের রাজনৈতিক মতপার্থক্য ছিল। বিধানসভায় তা নিয়ে বিস্তর বিতর্ক হয়েছে। কিন্তু, মনীষীদের জন্মদিন পালনের অনুষ্ঠানে তারা এসেছেন।'

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ব্রাত্য বসুর সিনেমায় বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা! কবিগুরুর মাটিতে বসে কী বললেন?
আরও দেখুন

রাজনৈতিক মহলের মতে, অধ্যক্ষ কৌশলে মনীষীদের জন্মদিন নিয়েও বিজেপির রাজনীতি করাকেই কটাক্ষ করেছেন।  যার জবাবে, বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল বলেন, 'অধ্যক্ষ আসলে বিশেষ চশমা পরে বিজেপিকে দেখেন। তাই এই গোলমাল। সরকারি অনুষ্ঠানে গিয়ে শ্রদ্ধা না জানালে, শ্রদ্ধাজ্ঞাপন করা হয় না, এটা ঠিক নয়। বিজেপি মনীষীদের শ্রদ্ধা জানাতে জানে' পর্যবেক্ষক্ষকদের মতে, দূর্ভাগ্যের কথা এটাই, তৃণমূল - বিজেপি-র রাজনৈতিক তরজা থেকে শেষমেশ বাদ পড়লেন না বিধানচন্দ্রও।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
BJP: বিধানসভায় বিধান চন্দ্রের জন্মদিন পালন বয়কট বিজেপির,অধ্যক্ষের মন্তব্যে শুরু তরজা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল