TRENDING:

Odisha assembly elections: ওড়িশায় বিজেপির কাছে চাপে বিজেডি, লোকসভায় পিছিয়ে থাকলেও বিধানসভায় লড়ছেন মুখ্যমন্ত্রী ‘পাপ্পু’

Last Updated:

Odisha Vidhan Sabha Elections: লোকসভায় অনেকটা পিছিয়ে থাকলেও বিধানসভায় লড়াই করছে বিজু জনতা দল। ওড়িশায় ২০০০ সাল থেকে ক্ষমতায় রয়েছেন নবীন পট্টনায়ক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কটক: লোকসভায় অনেকটা পিছিয়ে থাকলেও বিধানসভায় লড়াই করছে বিজু জনতা দল। ওড়িশায় ২০০০ সাল থেকে ক্ষমতায় রয়েছেন নবীন পট্টনায়ক।
ওড়িশায় চাপে বিজেডি।
ওড়িশায় চাপে বিজেডি।
advertisement

আরও পড়ুন: ১ লাখ ‘মাইলস্টোন’ ছাড়ালেন অভিষেক! ডায়মন্ড হারবারে বার বার তিনবার? চলছে অপেক্ষা

২০০০ সাল থেকে পাঁচটি বিধানসভা ভোট গিয়েছে, বিরোধি দল বদলালেও শাসক দলের কোনও পরিবর্তন হয়নি। কিন্তু পরিস্থিতি বদলাতে পারে ২০২৪-এর বিধানসভায়। এই বছর লোকসভা এবং বিধানসভা নির্বাচন একসঙ্গে অনুষ্ঠিত হয়েছিল ওড়িশায়। কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব বার বার ওড়িশায় বিজেডির সঙ্গে জোটের জন্য সওয়াল করলেও, রাজ্য বিজেপি নেতৃত্বের জন্য জোট হয়নি। ভোটের ফলের প্রাথমিক যা ট্রেন্ড তাতে বোঝা যাচ্ছে লোকসভায় অনেকটা এগিয়ে থাকলেও বিধানসভায় বেশ লড়াই করছে বিজেডি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

শেষ খবর পাওয়া পর্যন্ত, ১৪৭টি আসনবিশিষ্টি ওড়িশায় ৭৬টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি, ৫৩টি আসনে এগিয়ে রয়েছে বিজেডি। শুধু তাই নয়, ওড়িশায় ১২টি আসনে এগিয়ে কংগ্রেস, খাতা খুলতে পারে সিপিএমও, একটি আসনে এগিয়ে সিপিএম। ওড়িশায় সরকার গড়তে গেলে প্রয়োজন কমপক্ষে ৭৪টি আসন। ২০১৯ সালের বিধানসভায় ১১২টি আসনে জিতেছিল নবীনের দল, বিজেপি পেয়েছিল মাত্র ২৩টি আসন। এই বছরের বিধানসভা ভোটে সরকার পরিবর্তবনের সম্ভাবনা রয়েছে। সেটা হলে পতন ঘটতে পারে দ্বিতীয় দীর্ঘতম সময় ধরে মুখ্যমন্ত্রী থাকা নবীন পট্টনায়কের সরকারের। শুধু তাই নয়, ওড়িশায় বাড়তে পারে কংগ্রেসের আসন সংখ্যাও। ২০১৯ সালের বিধানসভায় ৯টি আসন জিতেছিল কংগ্রেস, এ বার সেখানে এগিয়ে ১২টি আসনে।   

advertisement

বাংলা খবর/ খবর/নির্বাচন/
Odisha assembly elections: ওড়িশায় বিজেপির কাছে চাপে বিজেডি, লোকসভায় পিছিয়ে থাকলেও বিধানসভায় লড়ছেন মুখ্যমন্ত্রী ‘পাপ্পু’
Open in App
হোম
খবর
ফটো
লোকাল