TRENDING:

BJP: বিজেপির ১২ সাংসদের পদত্যাগ, তালিকায় দুই কেন্দ্রীয় মন্ত্রীও! হঠাৎ কী ঘটল?

Last Updated:

BJP: তিন রাজ্যে ভোটজয়ের পরেই বিজেপির সদর দফতরে দাঁড়িয়ে নাম না করে কংগ্রেসকে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: বিজেপির যে ১২ জন সাংসদ ছত্তিশগড়, মধ্যপ্রদেশ এবং রাজস্থানে নির্বাচনে লড়েছেন এবং জিতেছেন, তারা সাংসদ পদ থেকে পদত্যাগ করলেন। আজ এখনও পর্যন্ত মোট ১০ জন পদত্যাগ পত্র জমা দিয়েছেন। আগামিকাল আরও দুই সংসদের পদত্যাগ করার কথা। এই ১২ জন সাংসদের মধ্যে আছেন দুই কেন্দ্রীয় মন্ত্রী, নরেন্দ্র সিং তোমর এবং প্রহ্লাদ সিং প্যাটেল।
১২ বিজেপি সাংসদের পদত্যাগ
১২ বিজেপি সাংসদের পদত্যাগ
advertisement

তিন রাজ্যে ভোটজয়ের পরেই বিজেপির সদর দফতরে দাঁড়িয়ে নাম না করে কংগ্রেসকে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘‘দেশের সেবা করার জন্য রাষ্ট্রসেবা করতে হয়। অহংকার, নিরাশা, নেতিবাচক, হেডলাইন দেয় সংবাদমাধ্যমকে। জনতার মনে স্থান দেয় না। নতুন কোনও প্রকল্প হলে, গরিবের জন্য বাড়ি তৈরি করলে কংগ্রেস এবং তার সঙ্গীরা ব্যঙ্গ করে। আপনারা শুধরে যান। জনতা নাহলে আপনাদের বেছে বেছে সাফ করে দেবে।’’

advertisement

আরও পড়ুন: SSC দুর্নীতিতে বিরাট মোড়! ২০১৬-তে চাকরি প্রাপকদের সকলকে নোটিস পাঠাতে নির্দেশ কোর্টের!

রবিবার চার রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের পর দেখা যায়, রাজস্থান ও ছত্তিশগড়ে কংগ্রেসকে গদিচ্যুত করেছে বিজেপি। মধ্যপ্রদেশে নিজেদের গড় ধরে রেখেছে গেরুয়া শিবির।

আরও পড়ুন: রাত সাড়ে নটা, হাসপাতালের সব রোগী হঠাৎ আঁতকে উঠলেন! রায়গঞ্জে ঘটলটা কী!

advertisement

হিন্দি বলয়ে কংগ্রেসকে ৩-০ গোলে হারিয়েছে বিজেপি। আগেরবার যেখানে তিনটি রাজ্যেই সরকার গড়েছিল কংগ্রেস, সেই তিনটি রাজ্যেই বাজিমাত করেছে গেরুয়া শিবির। মধ্যপ্রদেশ, রাজস্থান এবং ছত্তিশগড়ে জিতেছে। যা আগামী বছর লোকসভা নির্বাচনের আগে কংগ্রেসের কাছে ‘ডবল’ ধাক্কা। এক তো দল হিসেবে ভোটারদের কাছে প্রাসঙ্গিকতা কমল। আর বিরোধীদের ইন্ডিয়া জোটেও কমবে কংগ্রেসের গুরুত্ব। যদি হিন্দি বলয়ে কংগ্রেস জিতত, তাহলে কংগ্রেসের গুরুত্ব বাড়ত। একমাত্র সান্ত্বনা পুরস্কার হিসেবে তেলাঙ্গানায় ক্ষমতায় এসেছে কংগ্রেস।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
BJP: বিজেপির ১২ সাংসদের পদত্যাগ, তালিকায় দুই কেন্দ্রীয় মন্ত্রীও! হঠাৎ কী ঘটল?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল