আরও পড়ুন- গ্রীষ্মে যৌন মিলনে সুখ পেতে গোপনাঙ্গের যত্ন নিন পুরুষরা, ছবিতে রইল গ্রুমিং টিপস!
পুভাথুরের এক বাসিন্দার মেয়ে খাবারে সাপের চামড়াটি আবিষ্কার করেন। ওই ব্যক্তি তাঁর মেয়ের জন্যই পরোটা অর্ডার করেছিলেন, জানিয়েছে ওনমানোরমা। খাবার মোড়ানোর জন্য ব্যবহৃত কাগজটিতে ওই চামড়া পাওয়া গিয়েছে। বিষয়টি জানাজানি হওয়ার পর খাদ্য নিরাপত্তা বিভাগ আরও পরীক্ষা নিরীক্ষার জন্য প্যাকেজ ও খাবার দুই’ই বাজেয়াপ্ত করে।
advertisement
পৌরসভার তদন্তে দেখা গিয়েছে প্রয়োজনীয় লাইসেন্স এবং পারমিট সবই ছিল ওই হোটেলের। এছাড়াও হোটেলের চত্বরে মজুত খাবারগুলিও সব ঠিকই ছিল। পুরসভার তরফে হোটেলটিকে সতর্ক বার্তা দেওয়া হয় এবং যথাযথ পরিষ্কার না করা পর্যন্ত সাময়িকভাবে হোটেল বন্ধ রাখতেও নির্দেশ দেওয়া হয়।
সাপের চামড়া পাওয়া খাবার এই রেস্তোরাঁ বা হোটেলের বিশ্বাসযোগ্যতাকেই যে শুধু নড়বড়ে করে দিয়েছে এমন না, অর্ডার করা খাবারের গুণমান নিয়েও তুলেছে প্রশ্ন। খাবারে পাওয়া সবচেয়ে উদ্ভট জিনিসগুলির মধ্যে একটি হল সাপের চামড়া। তবে এই প্রথমবার নয়, এর আগে বহু জীবন্ত প্রাণীর দেহ মিলেছে খাবারের মধ্যে।
আরও পড়ুন- শিক্ষকদের কলসী থেকে জল খাওয়ার 'অপরাধে' দলিত ছাত্রীকে মারধর! অভিযুক্ত শিক্ষক
হায়দরাবাদের এক ব্যক্তি সুইগিতে সুবাইয়া গারি হোটেল থেকে অর্ডার করা মিষ্টিতে পোকা পেয়ে বিস্মিত হয়ে পড়েন। বিখ্যাত সমস্ত ফুড চেইনে এই একই ধরনের ঘটনা আর নতুন নয়। সম্প্রতি ব্রিটিশ যুক্তরাজ্যের একজন মহিলা ম্যাকডোনাল্ডের খাবার প্রায় অর্ধেক খেয়ে ফেলার পর তাতে বিশাল মাকড়সা খুঁজে পান।