TRENDING:

লঙ্কায় কামড় দিতেই প্রাণ হারাল দু’বছরের শিশু

Last Updated:

লঙ্কা খেলে ঝাল লাগে ৷ কিন্তু লঙ্কা খাওয়ার যে এত ভয়ানক পরিনতি হতে পারে তা মনে হয় কেউ ভাবেনি ৷ এমনই একটি বিরল ঘটনা ঘটল প্রকাশ করা হয়েছে মেডিকো লিগাল জার্নালে ৷ লঙ্কায় কামড় দিতেই প্রান হারাল দু’বছরের এক শিশুকন্যা ৷ লঙ্কা খেয়ে তার শ্বাসকষ্ঠ দেখা দেয় ৷ হাসপাতালে ভর্তি করা হলেও শেষ রক্ষা করা সম্ভব হয়নি ৷ মাত্র ২৪ ঘণ্টার মধ্যে মারা যায় দু’বছরের শিশুটি ৷ ময়না তদন্তের জন্য তার মৃতদেহটি পাঠানো হয় AIIMS-এ ৷ সেখানকার চিকিৎসকেরা জানিয়েছে শ্বাসনলিতে গ্যাসট্রিক ফ্লুইড ডুকে যায় ৷ আর এটাই মৃত্যুর কারণ বলে মনে করছে চিকিৎসকেরা ৷ বিরল এই ঘটনাটি বেশ কয়েক মাস আগে ঘটেছে ৷ চিকিৎসকেরা জানিয়েছে, গ্যাস্ট্রিক ফ্লুইড সম্ভবত মেয়েটির শ্বাসনলিতে ঢুকে যায় ৷ এবং তার জেরেই শ্বাসরোধ হয়ে মারা যায় দু’বছরের শিশুটি ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: লঙ্কা খেলে ঝাল লাগে ৷ কিন্তু লঙ্কা খাওয়ার যে এত ভয়ানক পরিনতি হতে পারে তা মনে হয় কেউ ভাবেনি ৷ এমনই একটি বিরল ঘটনা  প্রকাশ করা হয়েছে মেডিকো লিগাল জার্নালে ৷ লঙ্কায় কামড় দিতেই প্রাণ হারাল দু’বছরের এক শিশুকন্যা ৷ লঙ্কা খেয়ে তার শ্বাসকষ্ঠ দেখা দেয় ৷ হাসপাতালে ভর্তি করা হলেও শেষ রক্ষা করা সম্ভব হয়নি ৷ মাত্র ২৪ ঘণ্টার মধ্যে মারা যায় দু’বছরের শিশুটি ৷ ময়না তদন্তের জন্য তার মৃতদেহটি পাঠানো হয় AIIMS-এ ৷ সেখানকার চিকিৎসকেরা জানিয়েছে শ্বাসনলিতে গ্যাসট্রিক ফ্লুইড ঢুকে যায় ৷ আর এটাই মৃত্যুর কারণ বলে মনে করছে চিকিৎসকেরা ৷ বিরল এই ঘটনাটি বেশ কয়েক মাস আগে ঘটেছে ৷ চিকিৎসকেরা জানিয়েছে, গ্যাস্ট্রিক ফ্লুইড সম্ভবত মেয়েটির শ্বাসনলিতে ঢুকে যায় ৷ এবং তার জেরেই শ্বাসরোধ হয়ে মারা যায় দু’বছরের শিশুটি ৷
advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন
বাংলা খবর/ খবর/দেশ/
লঙ্কায় কামড় দিতেই প্রাণ হারাল দু’বছরের শিশু