বিষয়টি সামনে আসতেই কেরল সরকারের তরফে একের পর এক পদক্ষেপ নেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকারের প্রয়োজনীয় গাইডলাইন অনুযায়ী সমস্ত পদক্ষেপ নিতে বলা হয়েছে। স্থানীয় ফার্ম মালিকদের দাবি, সরকারি পরিচালিত মুরগি খামারগুলি থেকেই প্রথমে বার্ড ফ্লুর সংক্রমণ ছড়িয়েছে। সেই সংক্রমণ আরও বাড়তে শুরু করেছে।
যেই খামারটি থেকে মূল সংক্রমণ ছড়িয়েছে সেখানে কমপক্ষে ৫ হাজার মুরগি রয়েছে। এখনও পর্যন্ত ১,৮০০টি মুরগির এই রোগে মৃত্যুও হয়েছে। সেখান থেকে নমুনা সংগ্রহ করে ভোপালে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, বেশ কিছু জায়গায় অনেকে রোগে আক্রান্ত হয়েছেন। অনুমান করা হচ্ছে, তাঁরাও সংক্রমিত হয়েছেন। বিভিন্ন লক্ষণও ইতিমধ্যে সামনে আসতে শুরু করেছে।
advertisement
আরও পড়ুন, ইংরেজ রাজ পরিবারে লঙ্কাকাণ্ড! ভাইয়ে-ভাইয়ে মারামারি, উইলিয়ামের বিরুদ্ধে হ্যারির অভিযোগ
আরও পড়ুন, আরও ২৪ ঘণ্টা তুষারপাত, বৃষ্টির সম্ভাবনা কোথায়? হাওয়া অফিসের পূর্বাভাসে বদলের ইঙ্গিত
এ বিষয়ে কেরলের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, এখনই উদ্বেগের কারণ নেই। যাঁদের লক্ষণগুলি সামনে আসছে, তাঁদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। কারোর কোনও সমস্যা হলে দ্রুত নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করতে হবে। প্রত্যেকটি জেলাকে এ বিষয়ে সতর্ক করা হয়েছে।