কেবলমাত্র তিনসুকিয়া ও ডিব্রুগড় জেলায় আয়োজিত হয় ‘গাছতলার বিহু’। অসমের মটক উপজাতির একেবারে নিজস্ব প্রথা এই বিশেষ বিহু নাচ। মটক উপজাতির মেয়েরা বোহাগের প্রথম দিন থেকে গাছের নিচে বিহু গাইতে শুরু করেন। তাঁরা এখনও ১৩, ১৫ বা ১৭ দিন ধরে জোড়ায় জোড়ায় গাছের নিচে বিহু উদযাপন করেন। প্রথম বোহাগ থেকে ১৩, ১৫ বা ১৭ দিন ধরে মেয়েরা গ্রামের জনবসতি থেকে কিছুটা দূরে খোলা মাঠে বাঁশঝাড় বা একটি বড় আম গাছের নিচে ঐতিহ্যবাহী নাচ-গানের মধ্য দিয়ে বিহু উদযাপনে মেতে ওঠেন। এটিই গাছতলার বিহু নামে পরিচিত। একটি লম্বা গাছে উঠে নাচ-গানের সঙ্গে বিহু উদযাপন করা হয়। সঙ্গে থাকে মনের মানুষ।
advertisement
আরও পড়ুন: গ্রাম থেকে শহরে ডাক্তার দেখাতে এসে নিখোঁজ দম্পতি
গাছ তলার বিহুতে আধুনিকতার বাতিক এখনও লাগেনি। এটি ঋতুভিত্তিক। বিহুর দিন মেয়েরা গাছের উপর থাকে, আর যুবকরা গাছের নিচে দাঁড়িয়ে থাকেন। শেষ দিন মেয়েরা বিহুকে বিদায় জানাতে গান ও নাচ করেন। তাঁদের টাকা, গয়না, জেং খাড়ি ইত্যাদি ভেঙে বিহু গাছে ফেলে দেয় এবং পিছন ফিরে না তাকিয়ে সোজা বাড়ির দিকে হাঁটা দেয়। পরে গ্রামবাসীরা ঢোল ও তাল নিয়ে নারকেল ও পানের নৈবেদ্য পরিবেশন করেন এবং হুচারির পদ গেয়ে বিহু শেষ করেন।