TRENDING:

Bihar’s Rs 100-Crore Road: নতুন রাস্তার মাঝে ইতিউতি ছড়িয়েছিটিয়ে দাঁড়িয়ে রয়েছে বড় বড় গাছ; ১০০ কোটির রাস্তাই এখন বিড়ম্বনার কারণ হয়ে উঠেছে বিহারবাসীর জন্য!

Last Updated:

Bihar’s Rs 100-Crore Road: এই মুহূর্তে চর্চার শিরোনামে উঠে এসেছে ১০০ কোটি টাকার একটি সড়ক সম্প্রসারণের প্রকল্প। আসলে বিহারের পটনা শহর থেকে মাত্র ৫০ কিলোমিটার দূরে জেহানাবাদ জেলায় রাস্তা সম্প্রসারণের এই প্রকল্প বাস্তবায়িত হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
এই মুহূর্তে চর্চার শিরোনামে উঠে এসেছে ১০০ কোটি টাকার একটি সড়ক সম্প্রসারণের প্রকল্প। আসলে বিহারের পটনা শহর থেকে মাত্র ৫০ কিলোমিটার দূরে জেহানাবাদ জেলায় রাস্তা সম্প্রসারণের এই প্রকল্প বাস্তবায়িত হয়েছে। তবে উন্নয়নের কাজের জন্য এই প্রকল্প নিয়ে চর্চা হচ্ছে, এমনটা একেবারেই নয়। আসলে নতুন সম্প্রসারিত রাস্তার একেবারে মাঝখান জুড়ে দাঁড়িয়ে রয়েছে একাধিক বড় বড় গাছ। সেটা নিয়েই শুরু হয়েছে আলোচনা।
News18
News18
advertisement

যানজটের তীব্রতা কমানোর জন্যই এই রাস্তা নির্মাণ করা হয়েছে। এদিকে পটনা-গয়া মেন রোডের ৭.৪৮ কিলোমিটার স্ট্রেচ জুড়ে চোখে পড়েছে এক অস্বাভাবিক দৃশ্য। আসলে দেখা গিয়েছে যে, রাস্তা সম্প্রসারণ করতে গিয়ে রাস্তার মাঝে দাঁড়িয়ে থাকা গাছগুলি কাটা হয়নি। যা যাতায়াতকারীদের মধ্যে যথেষ্ট উদ্বেগের জন্ম দিয়েছে।

আরও পড়ুনঃ ইলিশ ভেবে খয়রা বা চন্দনা কিনছেন না তো? এটা দেখেই চিনুন আসল ইলিশ, ঠকাতে পারবে না কেউ, রইল সহজ ৫টি টিপস

advertisement

সড়ক সম্প্রসারণের সময় পরিকল্পিত রুটে একাধিক গাছ কেটে ফেলার জন্য বন দফতরের কাছ থেকে অনুমতি চেয়েছিল স্থানীয় প্রশাসন। যদিও সেই অনুরোধ নাকচ করে দেওয়া হয়েছিল। কারণ বন দফতরের তরফে প্রায় ১৪ হেক্টর বনভূমির জন্য ক্ষতিপূরণ চাওয়া হয়েছিল। যার ব্যবস্থা করে উঠতে পারেনি প্রশাসন।

বিষয়টির যেহেতু নিষ্পত্তি করা যায়নি, তাই গাছগুলিকে ঘিরেই রাস্তা নির্মাণ শুরু করা হয়। যার ফলে দেখা যায় যে, সড়ক তৈরি করার পরেও সেই রাস্তার মাঝামাঝি ছড়িয়েছিটিয়ে দাঁড়িয়ে রয়েছে বড় বড় গাছগুলি। ইতিউতি ছড়িয়ে থাকা গাছগুলির জন্য গাড়ি চালাতে সমস্যার মুখে পড়তে হচ্ছে গাড়ির চালকদের। গাছগুলিকে এড়িয়ে চলার জন্য একপ্রকার এঁকেবেঁকে গাড়ি চালাতে বাধ্য হচ্ছেন তাঁরা।

advertisement

স্থানীয় বাসিন্দারা বলছেন যে, এই রাস্তার নকশায় ত্রুটি রয়েছে। যার জেরে ইতিমধ্যেই একাধিক দুর্ঘটনা ঘটে গিয়েছে। শুধু তা-ই নয়, অনেকেই আবার নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে আশঙ্কার মেঘ দেখছেন। এর জেরে ঘটা গুরুতর বিপদের জন্য দায়ী করেছেন এই রাস্তার মাঝবরাবর ছড়িয়েছিটিয়ে দাঁড়িয়ে থাকা গাছগুলিকে। বিশেষ করে রাতের বেলায় দ্রুত বেগে গাড়ি চালিয়ে যাওয়ার সময় বিপদের সম্মুখীন হতে হচ্ছে গাড়ির চালকদের। আসলে রাতে দৃশ্যমানতার জেরে দ্রুত গাড়ি চালালে অনেক সময় গাছের সঙ্গে ধাক্কা লাগছে গাড়িগুলির।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

তবে বিভিন্ন রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে, এখনও পর্যন্ত স্থানীয় বাসিন্দা এবং পথচারীদের ক্রমবর্ধমান এই উদ্বেগের বিষয়ে কোনও কিছুই জানানো হয়নি জেলা প্রশাসনের তরফে। কিংবা এই সমস্যা সমাধানের জন্য কোনও রকম পদক্ষেপও গ্রহণ করা হয়নি।

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Bihar’s Rs 100-Crore Road: নতুন রাস্তার মাঝে ইতিউতি ছড়িয়েছিটিয়ে দাঁড়িয়ে রয়েছে বড় বড় গাছ; ১০০ কোটির রাস্তাই এখন বিড়ম্বনার কারণ হয়ে উঠেছে বিহারবাসীর জন্য!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল