রবিবার সকাল থেকে অব্শ্য ট্রেন্ডটা ছিল অন্যরকম ৷ ইভিএম মেশিন খুলতেই চোখে পড়তে শুরু করেছিল, বিহার রাজ্যে মোদি হাওয়া ৷ প্রথম দিকে এগিয়ে ছিল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ ৷ কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ফলাফলে নতুন ট্যুইস্ট নিয়ে লড়াইয়ে মাতলেন জেডিইউ৷ আর শেষমেশ তুখর লড়াইয়ে শেষ হাসি হাসল নীতিশ-লালু মহাজোট৷
প্রাথমিক ফলাফলের সাফল্যকে সঙ্গে করে বিহার রাজ্যের বেশ কিছু বিজেপি অফিসে শুরু হয়ে গিয়েছিল উৎসব, সেলিব্রেশন ৷ কিন্তু বিজেপি-র সেই উল্লাসকে ম্লান করে, মসনদ দখলের দিকে এগিয়ে গেল নীতিশ ও লালু জোট ৷ জয়ের পতাকা উড়িয়ে নীতিশ চটজলদি ট্যুইটও করে ফেললেন, ‘বিহারবাসীকে ধন্যবাদ ৷’
advertisement
বিহার রাজ্যে এবারের মতো মোদি হাওয়া স্তব্ধ ৷ ফের বিহারের মসনদে লালু-নীতিশ জুটি গোটা দেশের রাজনৈতিক মহল থেকে শুভেচ্ছাবার্তা ট্যুইটারে উপচে পড়ল ৷ নীতিশ কুমারকে শুভেচ্ছা জানিয়ে, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ট্যুইট করলেন, ‘সহিষ্ণুতার জয়, অসহিষ্ণুতার পরাজয় ৷ জয়ের জন্য শুভেচ্ছা মহাজোটকে’ ৷ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও শুভেচ্ছা জানালেন ট্যুইটারে ৷ এই ফলাফলের মাধ্যমে বিহারবাসী অপমানের বদলা নিয়েছে৷ অসহিষ্ণুতার জবাব দিয়েছে বিহার ৷ জয়ের পর এমনটাই জানানো হয়েছে আরজেডি-র পক্ষ থেকে ৷
অন্যদিকে বিজেপি সভাপতি অমিত শাহকে আপ নেতা আশুতোষের প্রশ্ন, ‘এবার বাজি পুড়বে কোথায়? বিহার নাকি পাকিস্তানে৷’ বিহারের ভরাডুবিকে মাথায় রেখে, শিবসেনার তরফ থেকে মোদিকে আক্রমণ - ‘বিহারে বিজেপি-র পরাজয়ের দায় স্বীকার করুন নরেন্দ্র মোদি৷’