Rajnath Singh: পিওকে ফিরবে ভারতে! আক্রমণের প্রয়োজন নেই পাকিস্তানে, 'আসল' পরিকল্পনা জানিয়ে দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Rajnath Singh: ফের চর্চায় পাকিস্তান অধিকৃত কাশ্মীর। সোমবার পাক অধিকৃত কাশ্মীর ভারতের অংশ হবে বলে দাবি করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
advertisement
1/8

ফের চর্চায় পাকিস্তান অধিকৃত কাশ্মীর। সোমবার পাক অধিকৃত কাশ্মীর ভারতের অংশ হবে বলে দাবি করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সোমবার তিনি বলেন, আক্রমণ করতে হবে না, পিওকে-এর অধিবাসীরাই ভারতের সঙ্গে যুক্ত হওয়ার দাবি তুলবেন।
advertisement
2/8
দু'দিনের সফরে মরোক্কোতে গিয়েছেন রাজনাথ সিং। সোমবার সে দেশে বসবাসকারী ভারতীয়দের সঙ্গে কথা বলার সময়ই তিনি পাকিস্তান অধিকৃত কাশ্মীর নিয়ে বড় মন্তব‍্য করেন।
advertisement
3/8
আত্মবিশ্বাসপূর্ণ গলায় রাজনাথ বলেছেন, ‘‘PoK আপনা থেকেই আমাদের (ভারতের) হয়ে যাবে। পিওকে-তে যে দাবিগুলি শুরু হয়েছে, তার স্লোগান নিশ্চই আপনারাও শুনেছেন।’’
advertisement
4/8
পাঁচ বছর আগে জম্মু-কাশ্মীরে ভারতীয় সেনার একটি অনুষ্ঠানে যোগ দিয়ে সেবারও প্রতিরক্ষামন্ত্রী বলেছিলেন পাক অধিকৃত কাশ্মীর খুব শিগগির ভারতের হয়ে যাবে। সেকথা এদিন ফের স্মরণ করালেন তিনি।
advertisement
5/8
এদিন রাজনাথ বলেন, ‘‘আমি তখনই বলেছিলাম যে আমাদের আক্রমণ করে PoK দখল করতে হবে না। PoK নিজেই বলবে, ‘আমিও ভারত (ম্যায় ভি ভারত হুঁ)। সেই দিন আসবে।’’
advertisement
6/8
প্রসঙ্গত, প্রতিরক্ষামন্ত্রীর এই মন্তব‍্যের প্রেক্ষাপটও অত‍্যন্ত গুরুত্বপূর্ণ। সম্প্রতি বিরোধীরা অভিযোগ করেছিলেন যে সরকার ৭ মে অপারেশন সিঁদুরের সময় পাকস্তান অধিকৃত কাশ্মীর দখল করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ হারিয়েছে। কেন সরকার এত দ্রুত বেছে নিয়েছিল যুদ্ধবিরতি? প্রশ্ন তোলে বিরোধীরা।
advertisement
7/8
এদিন মরোক্কোতে সরাসরি বিরোধীদের অভিযোগ নিয়ে কথা না বললেই ফের পিওকে চর্চায় বড় দাবি করলেন রাজনাথ। প্রসঙ্গত রাজনাথ সিং ছাড়াও বিজেপির একাধিক নেতা এর আগে বহুবার পাক অধিকৃত কাশ্মীর দখলের বার্তা দিয়েছেন। পিওকে ভারতের অবিচ্ছেদ‍্য অংশ, বহুবার দাবি করেছে নয়াদিল্লি।
advertisement
8/8
অন‍্যদিকে পিওকে নিয়ে মন্ত‍ব‍্য ছাড়াও ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর মরোক্কো সফর অন‍্যান‍্য কারণেও বেশ গুরুত্বপূর্ণ। দুই দিনের সফরে তিনি বেরেচিদে হুইলড আর্মার্ড প্ল্যাটফর্ম (WhAP) ৮x৮-এর জন্য টাটা অ্যাডভান্সড সিস্টেমের নতুন উত্পাদন সুবিধার উদ্বোধন করেন। এটি হতে চলেছে প্রথম ভারতীয় প্রতিরক্ষাসামগ্রী উত্‍পাদনের কারখানা।