বিহারে সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার কথা প্রকাশ্যে আসে ৮ ফেব্রুয়ারি ৷ এরপর থেকেই পলাতক ছিলেন সুধীর ৷ প্রশ্ন পত্র ফাঁস হওয়ার ঘটনা সামনে আসতেই পরীভা বাতিল করে দেওয়া হয়েছিল ৷ ঘটনার তদন্তের জন্য গড়া হয়েছিল একটি স্পেশাল ইনভেস্টিগেশন টিম ৷
সরকারি দফতরে ক্লার্ক নিয়োগের জন্য পরীক্ষাটি নেওয়া হচ্ছিল ৷ পরীক্ষার প্রথম পর্ব ৫ ফেব্রুয়ারি নেওয়া হয়েছিল ৷ পরীক্ষা শুরু হয় সকাল ১১টা নাগাদ ৷ এরপর সঙ্গে সঙ্গে তা হোয়াটসঅ্যাপ ও অনলাইন চ্যাটিং প্ল্যাটফর্মে লিক হয়ে যায় ৷ মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়ে যায় ৷ কমিশনের নজরে বিষয়টি আসতেই বাতিল করে দেওয়া হয়েছে পরীক্ষা ৷ ঘটনায় এখনও পর্যন্ত ২০জনকে গ্রেফতার করা হয়েছে ৷ BSSC সেক্রেটারি পরমেশ্বর রামকে গ্রেফতার করা হয়।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 25, 2017 9:18 AM IST