TRENDING:

সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, গ্রেফতার SSC-র চেয়ারম্যান

Last Updated:

পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করার অভিযোগে গ্রেফতার করা হল বিহার স্টাফ সিলেকশনের চেয়ারম্যানকে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পটনা: পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করার অভিযোগে গ্রেফতার করা হল বিহার স্টাফ সিলেকশনের চেয়ারম্যানকে।  শুক্রবার স্পেশাল ইনভেস্টিগেশন টিম অভিযুক্তকে গ্রেফতার করেছে ৷ অভিযুক্ত সুধীর কুমার একজন IAS অফিসার। বিহারে সরকারি নিয়োগ পরীক্ষার দায়িত্বে ছিলেন তিনি ৷ হাজারিবাগ থেকে তার পরিবারের চার সদস্য-সহ গ্রেফতার করা হয়েছে ৷ সুধীরের পরিবারের চারজন সদস্য এি দুর্মীতির সঙ্গে যুক্ত ছিল বলে জানিয়েছে তদন্তকারী দল ৷
advertisement

বিহারে সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার কথা প্রকাশ্যে আসে ৮ ফেব্রুয়ারি ৷ এরপর থেকেই পলাতক ছিলেন সুধীর ৷ প্রশ্ন পত্র ফাঁস হওয়ার ঘটনা সামনে আসতেই পরীভা বাতিল করে দেওয়া হয়েছিল ৷ ঘটনার তদন্তের জন্য গড়া হয়েছিল একটি স্পেশাল ইনভেস্টিগেশন টিম ৷

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি! বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২ পরিবারের সর্বনাশ
আরও দেখুন

সরকারি দফতরে ক্লার্ক নিয়োগের জন্য পরীক্ষাটি নেওয়া হচ্ছিল ৷ পরীক্ষার প্রথম পর্ব ৫ ফেব্রুয়ারি নেওয়া হয়েছিল ৷ পরীক্ষা শুরু হয় সকাল ১১টা নাগাদ ৷ এরপর সঙ্গে সঙ্গে তা হোয়াটসঅ্যাপ ও অনলাইন চ্যাটিং প্ল্যাটফর্মে লিক হয়ে যায় ৷ মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়ে যায় ৷ কমিশনের নজরে বিষয়টি আসতেই বাতিল করে দেওয়া হয়েছে পরীক্ষা ৷ ঘটনায় এখনও পর্যন্ত ২০জনকে গ্রেফতার করা হয়েছে ৷ BSSC সেক্রেটারি পরমেশ্বর রামকে গ্রেফতার করা হয়।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, গ্রেফতার SSC-র চেয়ারম্যান
Open in App
হোম
খবর
ফটো
লোকাল