TRENDING:

New Government in Bihar: হাতে ১২ জন বিধায়ক, তবু নীতীশ সরকারকে বাইরে থেকেই সমর্থন করবে সিপিআইএমএল

Last Updated:

২০২০ সালের বিধানসভা নির্বাচনে অল্পের জন্য ক্ষমতা দখলে ব্যর্থ হয় মহাজোট৷ কিন্তু তাক লাগানো ফল করে সিপিআইএমএল সহ বাম দলগুলি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পটনা: নীতীশ কুমারের সরকারকে সমর্থন জানালেও মন্ত্রিসভায় যোগ দেবে না সিপিআইএমএল৷ এ দিন বিহারে নাটকীয় পালাবদলের পর এমনই জানিয়ে দিলেন সিপিআইএমএল-এর সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য৷ তিনি জানিয়েছেন, নীতীশ কুমারের নেতৃত্বাধীন মহাজোটের সরকারকে বাইরে থেকে সমর্থন করবেন তাঁরা৷
নীতীশ সরকারকে বাইরে থেকেই সমর্থন, জানালেন সিপিআইএমএল নেতা দীপঙ্কর ভট্টাচার্য৷
নীতীশ সরকারকে বাইরে থেকেই সমর্থন, জানালেন সিপিআইএমএল নেতা দীপঙ্কর ভট্টাচার্য৷
advertisement

আজ বিকেলেই বিজেপি-র সঙ্গে জোট ভেঙে রাজ ভবনে গিয়ে ইস্তফা দিয়েছেন নীতীশ কুমার৷ নীতীশ কুমারকে সমর্থনের কথা জানিয়েছে আরজেডি, কংগ্রেস এবং বাম দলগুলিকে নিয়ে তৈরি মহাজোট৷ এ দিন নিজেদের মধ্যে বৈঠক করে নীতীশ সরকারকে সমর্থনের সিদ্ধান্ত নেন মহাজোটের নেতারা৷

আরও পড়ুন: নিজে উপমুখ্যমন্ত্রী, মন্ত্রী হবেন দাদাও! নীতীশের সঙ্গে তেজস্বীর রফা হল একাধিক শর্তে

advertisement

২০২০ সালের বিধানসভা নির্বাচনে অল্পের জন্য ক্ষমতা দখলে ব্যর্থ হয় মহাজোট৷ কিন্তু তাক লাগানো ফল করে সিপিআইএমএল সহ বাম দলগুলি৷ মাত্র ২৯টি আসনে লড়াই করে ১৬টিতে জয়ী হয় তারা৷ এর মধ্যে ১২টি আসনেই জয়ী হয় সিপিআইএমএল৷

বিজেপি-র সঙ্গে জোট ভাঙার জন্য নীতীশ কুমার যে সিদ্ধান্ত নিয়েছেন, তাকে স্বাগত জানান সিপিআইএমএল নেতা দীপঙ্কর ভট্টাচার্য৷ যদিও সিপিআইএমএল নতুন সরকারের মন্ত্রিসভায় যোগ দেবেন না বলেই জানান তিনি৷ দীপঙ্করবাবু বালেন, 'বিজেপি সারা দেশে যে আগ্রাসী, ক্ষমতা লোলুপ রাজনীিত করছে, এটা তার বিরুদ্ধে প্রত্যাঘাত৷ কয়েকদিন আগে জে পি নাড্ডা বলেছিলেন, আঞ্চলিক দলগুলির দিন ফুরিয়ে আসছে৷ অমিত শাহ বলেছিলেন, বিজেপি আগামী তিরিশ বছর ক্ষমতায় থাকবে৷ দেশে একদলীয় শাসন চাপিয়ে দেওয়া, উত্তর প্রদেশের মতো বিহারকেও বুলডোজার রাজের ল্যাবরটরিতে পরিণত করার যে চেষ্টা শুরু হয়েছিল, নীতীশ কুমার তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন৷ তাঁর এই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই৷'

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

ইতিমধ্যেই ঠিক হয়েছে, বিহারের নতুন সরকারের মন্ত্রিসভায় উপমুখ্যমন্ত্রীর পদ পাবেন তেজস্বী যাদব৷ সরকারে আরজেডি-র পাশাপাশি কংগ্রেসেরও থাকার কথা৷ কংগ্রেস অথবা আরজেডি-কে বিধানসভার অধ্যক্ষের পদটিও দেওয়ার কথা শোনা যাচ্ছে৷ শেষ পর্যন্ত বিহারের নতুন মন্ত্রিসভার চেহারা কেমন হয়, সেটাই দেখার৷

বাংলা খবর/ খবর/দেশ/
New Government in Bihar: হাতে ১২ জন বিধায়ক, তবু নীতীশ সরকারকে বাইরে থেকেই সমর্থন করবে সিপিআইএমএল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল