TRENDING:

Bihar Political Crisis: নীতীশ-নীতি আর তেজস্বীর তেজে বিহারে মহাবদল? রাজ্যপালের কাছে সময় চাইলেন দুই 'জোটবদ্ধ' নেতা

Last Updated:

বিজেপির সঙ্গে সমস্ত সম্পর্ক ত্যাগের জোরালো জল্পনার মধ্যেই নীতীশ কুমার এবার বিহারের রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করতে চলেছেন। (Bihar Political Crisis)

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পটনা: বিহারের রাজনীতি নিয়ে দারুণ শোরগোল সারা দেশজুড়ে। বিজেপির সঙ্গে সমস্ত সম্পর্ক ত্যাগের জোরালো জল্পনার মধ্যেই নীতীশ কুমার এবার বিহারের রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করতে চলেছেন। ইতিমধ্যেই রাজ্যপালের কাছে সময় চাওয়া হয়েছে। নীতীশের সঙ্গে রাজ্যপালের সঙ্গে সাক্ষাতে যাওয়ার কথা তেজস্বী যাদবেরও।
তেজস্বী যাজব ও নীতীশ কুমার
তেজস্বী যাজব ও নীতীশ কুমার
advertisement

সূত্রের খবর, মঙ্গলবার বিকেল ৪টেয় বিহারের রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের জন্য সময় চেয়েছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। এর আগে, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় সাক্ষাতের জন্য সময় চেয়েছিলেন তিনি। সূত্রের খবর, লালু-পুত্র তেজস্বী যাদবকে সঙ্গে নিয়ে রাজভবনে যাবেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। সূত্রের খবর, ইতিমধ্যেই ১৬ জন বিজেপি মন্ত্রী ইস্তফার কথা জানিয়েছেন।

আরও পড়ুন: ১৫০ দিনে ৩৫০০ কিলোমিটার! মোদির বিরুদ্ধে ঝড় তুলতে কংগ্রেসের 'ভারত জোড়ো যাত্রা'

advertisement

বিহারের রাজনীতিতে জোর গুঞ্জন, বেশ কয়েক জন বিজেপি বিধায়ক দল ছেড়ে নীতীশের শিবিরে ভিড়তে পারেন। তবে এই দাবি সত্যি হবে কি না, এ নিয়ে জল্পনা রয়েছে। বিহারে বিজেপি শিবিরে ভাঙনের জল্পনায় সংবাদ সংস্থা এএনআইকে নাম প্রকাশে অনিচ্ছুক এক বিজেপি মন্ত্রী যদিও বলেছেন, 'কেন ইস্তফা দেব? নীতীশ কুমার কী করেন, তার জন্য অপেক্ষা করছি। তার পর আমরা পদক্ষেপ করব।'

advertisement

advertisement

আরও পড়ুন: গরু পাচারে শুধু শাসক দলের নেতারাই যুক্ত নন, বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারীর!

মঙ্গলবার সকাল ১১টার নীতীশের নেতৃত্বে জেডিইউয়ের বৈঠক হওয়ার কথা। বিজেপিকে নিয়ে যে বিহারের মুখ্যমন্ত্রী খুশি নন, আগে থেকে বিভিন্ন বিষয়ে তা স্পষ্ট হয়ে গিয়েছিল। একই সময়ে বৈঠকে বসছে আরজেডিও। সুপ্রিমো লালু প্রসাদ যাদবের বাড়িতে আরজেডি বিধায়কদের ডাকা হয়েছে। বৈঠকে মোবাইল নিয়ে প্রবেশের অনুমতি নেই। কংগ্রেস ও তেজস্বী নেতৃত্বধানী আরজেডি ইঙ্গিত দিয়েছে নীতীশ যদি বিজেপির সঙ্গ ত্যাগ করেন, তবে জোট করতে তাদের কোনও অসুবিধা নেই। হাম ও সিপিআইএমএলও নীতীশকে সমর্থনের কথা জানিয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Bihar Political Crisis: নীতীশ-নীতি আর তেজস্বীর তেজে বিহারে মহাবদল? রাজ্যপালের কাছে সময় চাইলেন দুই 'জোটবদ্ধ' নেতা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল