বিহারের নওয়াদা জেলার ঘটনা। স্থানীয় ওয়ারসালিগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে দুষ্কৃতীদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। নওয়াদা জেলায় ওয়ারসালিগঞ্জ সাইবার অপরাধের ঘাঁটি হিসেবেই পরিচিত।
গত কয়েক বার সাইবার অপরাধীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে সাফল্য পেয়েছে পুলিশ। এ বারও সাইবার অপরাধে জড়িত অপরাধীদের গ্রেফতারে সফল হয়েছে জেলা পুলিশ। কিন্তু পুলিশের দাবি, আরও বেশ কয়েকজন দুষ্কৃতী পুলিশ আসার খবর পেয়েই চম্পট দিতে সফল হয়েছে।
advertisement
আরও পড়ুন: এবার চিনকে টেক্কা দিতে পারে ভারত! আসছে গতিশক্তি প্ল্যান
গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে পাকরিবারওয়ান এসডিপিও মহেশ চৌধুরির নেতৃত্বে, ওয়ারসালিগঞ্জ থানার পুলিশ স্থানীয় কোঁচগাঁও পঞ্চায়েতের সোরাহিপুর গ্রামে হানা দেয়। সেখান থেকে এক মহিলা-সহ এক সাইবার অপরাধীকে গ্রেফতার করা হয়।
টাকা বাটোয়ারার সময় গ্রেফতার
ওয়ারসালিগঞ্জ থানার এসডিপিও বলেছেন যে পুলিশ গোপন তথ্য পেয়েছিল যে সাইবার অপরাধীরা সোরাহিপুর গ্রামে রোশন মিস্ত্রির বাড়িতে জড়ো হয়েছে। সেখানে টাকা ভাগাভাগি করা হচ্ছে। তার পরেই পুলিশ যখন বাড়িতে অভিযান চালায়, তখন অনেক অপরাধী ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। তবে ঘটনাস্থল থেকে দুই অপরাধীকে ধরা হয়। এদের মধ্যে রোশন মিস্ত্রির স্ত্রী বাবলি কুমারী এবং তার ভাই নন্দন কুমার রয়েছে। এরা সকলেই নালন্দা জেলার বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
আরও পড়ুন: বাজরার জমি থেকে উদ্ধার কিশোরীর নগ্ন দেহ ! মর্মান্তিক ঘটনায় তোলপাড় উত্তরপ্রদেশ
অভিযানে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গিয়েছে
অপরাধীদের ঘর থেকে নগদ ১৭ লাখ ৩ হাজার টাকা, ৩টি মোবাইল, পাসবুক ও একটি রেজিস্টার উদ্ধার করা হয়েছে। এই রেজিস্টারে শত শত গ্রাহকের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অনেক প্রমাণ পাওয়া গিয়েছে, যা থেকে বোঝা যায় যে এরা সকলেই সাইবার অপরাধে জড়িত। এ ঘটনায় আরও কয়েকজন জড়িত রয়েছে, যারা ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়েছে।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, ঘরে রাখা জালিয়াতির টাকা ভাগ করে নেওয়া হচ্ছিল ওই দিন। ধৃত দুই জনকে আদালত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে।