বিহারে মহাজোট কোন জায়গায় দাঁড়িয়ে, এই মন্তব্যেই স্পষ্ট। শুধু ত্যাগিই নন, মহাজোটের ভাঙন নিশ্চিত বলেই মনে করছেন জেডিইউ ও আরজেডির শীর্ষনেতারাই। ভাঙছেন না কেউই। আকারে-ইঙ্গিতেই বুঝিয়ে দিচ্ছেন।
কেন এই ভাঙন? কেন হঠাৎই ভাঙনের মুখে দাঁড়িয়ে বিহারের মহাজোট? উঠে আসছে বিভিন্ন কারণ
লালুপ্রসাদ সহ একাধিক আরজেডি নেতার বিরুদ্ধে দুর্নীতির মামলা
advertisement
ইডি-র তদন্তের মুখে লালুর ছেলে, মেয়ে সহ একাধিক আত্মীয়
বেশ কিছু ঘটনায় আইন-শৃঙ্খলার অবনতি নিয়ে ক্ষুদ্ধ নীতীশ
রাষ্ট্রপতি নির্বাচনে জেনেবুঝেই এনডিএ প্রার্থীকে সমর্থন
শুধু এই নয়, আরও বেশ কিছু কারণেই জোটের ভাঙন নিশ্চিত দেখাচ্ছে। কয়েকদিন বা কিছুদিনের মধ্যেই তা সামনে আসতে পারে। পরিস্থিতির সুযোগ নিতে তৈরি বিজেপিও। রাজ্য বিজেপির শীর্ষনেতাও সেই ইঙ্গিত দিয়েছেন।
‘আমরা জানতাম এই অনৈতিক জোট ৫ বছর টিকবে না। জেডিইউ আমাদের জোট শরিক ছিল। ভবিষ্যতে কি হবে কেউ জানে না। তবে নীতীশ কুমারের সঙ্গে আমাদের কোনও তিক্ততা নেই। নীতীশ চাইলে বিজেপি পিছিয়ে থাকবে না’, জানালেন সুশীল মোদি ৷
লালু-নীতীশের মহাজোট গঠনের মতই মহাজোটের ভাঙনটাও ভারতীয় রাজনীতিতে উল্লেখযোগ্য অধ্যায় হতে চলেছে।