আরও পড়ুন- বিজেপি-র আমলে বড়লোক আরও ধনী হয়েছেন, গরীব আরও গরীব, আক্রমণ মনমোহনের
চিকিৎসকদের (Lalu Prasad Yadav Hospitalized) তত্ত্বাবধানে লালু প্রসাদ যাদবের জন্য বিশেষ ডায়েট চার্ট তৈরি করা হচ্ছে। এক বছর ধরেই লালু প্রসাদ যাদবের চিকিৎসা চলছে। তাঁর চিকিৎসকরা জানিয়েছেন, গতবার হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার সময় তাঁর কিডনি টানা ২৫ দিন ধরে ঠিকঠাকই কাজ করছিল।
advertisement
৭ সদস্যের চিকিৎসকের দল বর্তমানে দেখাশোনা করছেন তাঁর স্বাস্থ্যের। মেডিসিন, কিডনি, হার্ট, ইউরোলজি এবং ক্রিটিক্যাল কেয়ারের চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন তিনি। RIMS সূত্রে জানা গিয়েছে, করোনাভাইরাস সংক্রমণ ঘটেনি এই নেতার, তবে কেউই আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেননি এই খবর। মেডিকেল বোর্ডের (Lalu Prasad Yadav Hospitalized) নির্দেশ মেনেই লালু প্রসাদ যাদবের জন্য একটি নতুন ডায়েট চার্ট তৈরি করা হচ্ছে।
আরও পড়ুন- কোলে আড়াই বছরের মেয়ে, অপহৃত স্বামীর খোঁজে মাওবাদীদের ডেরায় ঢুকলেন স্ত্রী!
ডাঃ বিদ্যাপতির নেতৃত্বে ডাঃ সিবি শর্মা, ডাঃ ডি কে ঝা, ডাঃ পি কে ভট্টাচার্য এবং ডাঃ প্রকাশ লালু প্রসাদের স্বাস্থ্য পরীক্ষা করছেন। ইউরোলজির এইচওডি ডাঃ আরশাদ জামাল এবং নেফ্রোলজির এইচওডি ডাঃ প্রজ্ঞা ঘোষ পন্থও এই দলেরই অংশ। RIMS সূত্রের খবর, RJD প্রধানের স্বাস্থ্যের বিষয়ে ডাক্তারদের একটি দল সময়ে সময়ে মেডিকেল বুলেটিনও জারি করছে।