TRENDING:

Bihar Election 2025 Result: কোথাও ৫ হাজার-কোথাও আবার মাত্র হাজার ! বিহারের বহু আসনে খুব অল্প ব্যবধানেই জয়-পরাজয়ের ভাগ্য নির্ধারণ

Last Updated:

জয় এক প্রকার নিশ্চিত করে ফেলেছে বিহারের শাসক জোট। গণনা শুরুর পর থেকে প্রায় পাঁচ ঘণ্টা অতিক্রান্ত। বড়সড় কোনও অঘটন না ঘটলে এনডিএ-র জয়ই প্রায় নিশ্চিত।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পটনা: জয় এক প্রকার নিশ্চিত করে ফেলেছে বিহারের শাসক জোট। গণনা শুরুর পর থেকে প্রায় পাঁচ ঘণ্টা অতিক্রান্ত। বড়সড় কোনও অঘটন না ঘটলে এনডিএ-র জয়ই প্রায় নিশ্চিত। বিহারের বিভিন্ন প্রান্তে জয়োল্লাস শুরু করে দিয়েছেন বিজেপি এবং জেডিইউ কর্মীরা। বিজেপি সূত্রে খবর, শুক্রবার সন্ধ্যা ৬টায় দিল্লিতে দলের সদর দফতর থেকে বক্তৃতা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিহারের ভোটগণনায় ব্যবধান ক্রমশ বৃদ্ধি করে যাচ্ছে এনডিএ শিবির। দুপুর ১২টা ৫২ মিনিটের হিসাবে ১৯৫টি আসনে এগিয়ে রয়েছে এনডিএ। বিরোধীদের ‘মহাগঠবন্ধন’ এগিয়ে আছে ৪২টি আসনে। অন্যেরা এগিয়ে আছে চারটি আসনে। দুপুর সাড়ে ১২ পর্যন্ত হিসাবে বিহারে ১৯২টি আসনে এগিয়ে রয়েছে এনডিএ শিবির। বিরোধী শিবির এগিয়ে রয়েছে ৪৬টি আসনে। আলিনগর বিধানসভা কেন্দ্র থেকে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী তথা সঙ্গীতশিল্পী মৈথিলী ঠাকুর। ভোটের ঠিক আগেই তিনি বিজেপিতে যোগ দেন। মৈথিলী ভোটের আগে বলেছিলেন, নির্বাচনে জিতলে তিনি আলিনগরের নাম বদলে ‘জানকীনগর’ বা ‘মিথিলানগর’ রাখার প্রস্তাব দেবেন। অন্যদিকে রাঘোপুর বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থীর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই চলছে তেজস্বীর। কখনও এগোচ্ছেন, কখনও আবার পিছিয়ে পড়ছেন। ষষ্ঠ রাউন্ড গণনা শেষে বিজেপি প্রার্থীকে পিছনে ফেলে এগিয়ে যান তেজস্বী। সপ্তম রাউন্ডে আবার পিছিয়ে পড়েন। এই কেন্দ্রে মোট ৩০ রাউন্ড গণনা হবে। বিহারে নির্বাচনের আগে ‘ভোটার অধিকার যাত্রা’ করেছেন রাহুল গান্ধিরা। তবে এখনও পর্যন্ত গণনার যা আভাস, ইভিএমে তার প্রতিফলন ঘটেনি।
বিহারের বহু আসনে খুব অল্প ব্যবধানেই জয়-পরাজয়ের ভাগ্য নির্ধারণ
বিহারের বহু আসনে খুব অল্প ব্যবধানেই জয়-পরাজয়ের ভাগ্য নির্ধারণ
advertisement

আরও পড়ুন– মহিলাদের অ্যাকাউন্টে কড়কড়ে ১০,০০০! আর সঙ্গে ‘কট্টা সরকার’… মাত্র ৫টা অঙ্কেই বিহারে বাজিমাত নীতীশের

দুপুর ১২টা পর্যন্ত ভোটগণনার যা হিসেব ৷ তাতে ৫০০০-এর কম ভোটের ব্যবধান যে যে আসনে হাড্ডাহাড্ডির লড়াই চলছে ৷ দেখে নিন একনজরে ৷

আগিয়াও: মহেশ পাসওয়ান (বিজেপি) এগিয়ে ২২৪৩ ভোটে, পিছিয়ে সিপিআইএমএল-এর শিব প্রকাশ রঞ্জন

advertisement

আমনৌর: বিজেপির কৃষণ কুমার মান্টো এগিয়ে ২২৩৯ ভোট ৷ পিছিয়ে আরজেডি-র সুনীল কুমার ৷

আরওয়াল: বিজেপির মনোজ কুমার ২৮০৩ ভোটে এগিয়ে সিপিআইএমএল-এর মহানন্দ সিং-এর থেকে ৷

ঔরঙ্গাবাদ: বিজেপির ত্রিবিকরাম নারায়ণ সিং ২৯২১ ভোটে এগিয়ে কংগ্রেসের আনন্দ শঙ্কর সিংয়ের থেকে

বাজপাট্টি: রাষ্ট্রীয় লোক মোর্চার রামেশ্বর কুমার মেহতো ৩১৭৫ ভোটে এগিয়ে আরজেডির মুকেশ কুমার যাদবের থেকে ৷

advertisement

বখতিয়ারপুর: আরজেডির অনিরুদ্ধ কুমার মাত্র ৬৫৯ ভোটে এগিয়ে লোক জনশক্তি পার্টির অরুণ কুমারের থেকে ৷

বারাচাট্টি: হিন্দুস্তানি আওয়াম মোর্চার জ্যোতি দেবী এগিয়ে ৯৭৫ ভোটে ৷

বারাউলি: জনতা দলের মনজিৎ কুমার সিং ৪৩১৮ ভোটে এগিয়ে রাষ্ট্রীয় জনতা দলের দিলীপ কুমার সিংয়ের থেকে ৷

বারহারিয়া: আরজেডির অরুণ কুমার গুপ্তা ১৮৭৪ ভোটে এগিয়ে জনতা দলের ইন্দ্রদেব সিংয়ের থেকে ৷

advertisement

বেলাগঞ্জ: আরজেডির বিশ্বনাথ কুমার সিং ৩৭৭৬ ভোটে এগিয়ে জনতা দলের মনোরমা দেবীর থেকে ৷

বিভূতিপুর: সিপিআই (মার্কসিস্ট)-এর অজয় কুমার ১৬২১ ভোটে এগিয়ে জনতা দলের রবিনা কুশওয়াহা থেকে ৷

বিক্রম: বিজেপির সিদ্ধার্থ সৌরভ ৪০৯৬ ভোটে এগিয়ে কংগ্রেসের অনিল কুমারের থেকে ৷

বোধগয়া: লোক জনশক্তি পার্টির শ্যামদেও পাসওয়ান আরজেডির কুমার সরবজিৎ থেকে ৪৮৯০ ভোটে এগিয়ে ৷

advertisement

ব্রক্ষ্মপুর: লোক জনশক্তি পার্টির হুলাস পাণ্ডে ১৯৮৭ ভোটে এগিয়ে আরজেডি-র শম্ভুনাথ যাদবের থেকে ৷

চয়নপুর: জনতা দলের মহম্মদ জামা খান ২৯৭০ ভোটে এগিয়ে বিএসপির ধীরজ কুমার সিংয়ের থেকে ৷

চাকাই: আরজেডির সাবিত্রী দেবী ১৬৪৩ ভোটে এগিয়ে জনতা দলের সুমিত কুমার সিংয়ের থেকে ৷

চানপাটিয়া: বিজেপির উমাকান্ত সিং কংগ্রেসের অভিষেক রঞ্জনের থেকে ১৪৬৮ ভোটে এগিয়ে ৷

ছাপড়া: বিজেপির ছোটি কুমারি আরজেডির শত্রুঘ্ন যাদবের থেকে ২০৯৪ ভোটে এগিয়ে ৷

চেনারি: লোক জনশক্তি পার্টির মুরারি প্রসাহ গৌতম ৮৭০ ভোটে এগিয়ে কংগ্রেসের মঙ্গল রামের থেকে ৷

চেরিয়া: বারিয়ারপুর জনতা দলের অভিষেক আনন্দ ১১৩৭ ভোটে এগিয়ে আরজেডির সুশীল কুমারের থেকে ৷

দারাউন্দা: বিজেপির করণজিৎ সিং সিপিআইএমএল-এর অমরনাথ যাদবের থেকে ২৬৮২ ভোটে এগিয়ে ৷

দিনারা: আরজেডির অলোক কুমার সিং ৩৯৫৪ ভোটে আরজেডির শশী শঙ্কর কুমারের থেকে ৷

দুমরাও: জনতা দলের রাহুল কুমার সিং ১৯১০ ভোটে এগিয়ে সিপিআইএমএল-এর ডা, অজিত কুমার সিংয়ের থেকে ৷

ফাতুহা: আরজেডি-র ডা. রামানন্দ যাদব লোক জনশক্তি পার্টির রূপা কুমারির থেকে ১৩৯৫ ভোটে এগিয়ে ৷

ফোর্বসগঞ্জ: কংগ্রেসের মনোজ বিশ্বাস ১৬৯৫ ভোটে এগিয়ে বিজেপির বিদ্যা সাগর কেশরীর থেকে ৷

আগিয়াও: মহেশ পাসওয়ান (বিজেপি) এগিয়ে ২২৪৩ ভোটে, পিছিয়ে সিপিআইএমএল-এর শিব প্রকাশ রঞ্জন

আমনৌর: বিজেপির কৃষণ কুমার মান্টো এগিয়ে ২২৩৯ ভোট ৷ পিছিয়ে আরজেডি-র সুনীল কুমার ৷

আরওয়াল: বিজেপির মনোজ কুমার ২৮০৩ ভোটে এগিয়ে সিপিআইএমএল-এর মহানন্দ সিং-এর থেকে ৷

ঔরঙ্গাবাদ: বিজেপির ত্রিবিকরাম নারায়ণ সিং ২৯২১ ভোটে এগিয়ে কংগ্রেসের আনন্দ শঙ্কর সিংয়ের থেকে

বাজপাট্টি: রাষ্ট্রীয় লোক মোর্চার রামেশ্বর কুমার মেহতো ৩১৭৫ ভোটে এগিয়ে আরজেডির মুকেশ কুমার যাদবের থেকে ৷

বখতিয়ারপুর: আরজেডির অনিরুদ্ধ কুমার মাত্র ৬৫৯ ভোটে এগিয়ে লোক জনশক্তি পার্টির অরুণ কুমারের থেকে ৷

বারাচাট্টি: হিন্দুস্তানি আওয়াম মোর্চার জ্যোতি দেবী এগিয়ে ৯৭৫ ভোটে ৷

বারাউলি: জনতা দলের মনজিৎ কুমার সিং ৪৩১৮ ভোটে এগিয়ে রাষ্ট্রীয় জনতা দলের দিলীপ কুমার সিংয়ের থেকে ৷

বারহারিয়া: আরজেডির অরুণ কুমার গুপ্তা ১৮৭৪ ভোটে এগিয়ে জনতা দলের ইন্দ্রদেব সিংয়ের থেকে ৷

বেলাগঞ্জ: আরজেডির বিশ্বনাথ কুমার সিং ৩৭৭৬ ভোটে এগিয়ে জনতা দলের মনোরমা দেবীর থেকে ৷

বিভূতিপুর: সিপিআই (মার্কসিস্ট)-এর অজয় কুমার ১৬২১ ভোটে এগিয়ে জনতা দলের রবিনা কুশওয়াহা থেকে ৷

বিক্রম: বিজেপির সিদ্ধার্থ সৌরভ ৪০৯৬ ভোটে এগিয়ে কংগ্রেসের অনিল কুমারের থেকে ৷

বোধগয়া: লোক জনশক্তি পার্টির শ্যামদেও পাসওয়ান আরজেডির কুমার সরবজিৎ থেকে ৪৮৯০ ভোটে এগিয়ে ৷

ব্রক্ষ্মপুর: লোক জনশক্তি পার্টির হুলাস পাণ্ডে ১৯৮৭ ভোটে এগিয়ে আরজেডি-র শম্ভুনাথ যাদবের থেকে ৷

চয়নপুর: জনতা দলের মহম্মদ জামা খান ২৯৭০ ভোটে এগিয়ে বিএসপির ধীরজ কুমার সিংয়ের থেকে ৷

গোহ: আরজেডির অমরেন্দ্র কুমার ৪০৬ ভোটে এগিয়ে বিজেপির ডা. রণবিজয় কুমারের থেকে ৷

হরসিধি: বিজেপির কৃষ্ণনন্দন পাসওয়ান ২৮৪৫ ভোটে এগিয়ে আরজেডির রাজেন্দ্র কুমারের থেকে ৷

হায়াঘাট: বিজেপির রামচন্দ্র প্রসাদ ১৪৭৫ ভোটে এগিয়ে ৷

হিলসা: জনতা দলের কৃষ্ণা মুরারী শরণ এগিয়ে ৪৭৭৩ ভোটে ৷

জেহানাবাদ: আরজেডির রাহুল কুমার ২৪৫৪ ভোটে এগিয়ে জনতা দলের প্রার্থীর থেকে ৷

কারাকাট: জনতা দলের মহাবলী সিং ৩১৯৬ ভোটে এগিয়ে ৷

কাটোরিয়া: আরজেডির সুইটি সিমা হেমব্রম ১৪০৪ ভোটে এগিয়ে বিজেপির পুরাণ লাল টুডুর থেকে ৷

কুরহানি: বিজেপির কেদার পিডি গুপ্তা ৪৮২ ভোটে এগিয়ে আরজেডির সুনীল কুমার সুমনের থেকে ৷

মণিহারি: কংগ্রেসের মনোহর প্রসাদ সিং ৮২৭ ভোটে এগিয়ে জনতা দলের শম্ভু কুমার সুমনের থেকে ৷

মহিউদ্দিনগর: আরজেডির ইজ্যা যাদব ১১২৬ ভোটে এগিয়ে বিজেপির রাজেশ কুমার সিংয়ের থেকে ৷

নবিনগর: আরজেডির আমোদ কুমার সিং জনতা দলের চেতন আনন্দের থেকে মাত্র ৪০৯ ভোটে এগিয়ে ৷

নারকাটিয়া: জনতা দলের বিশাল কুমার ৩৯৫ ভোটে এগিয়ে আরজেডির শামিম আহমেদ থেকে ৷

নারপাটগঞ্জ: বিজেপির দেবন্তী যাদব ৯১৪ ভোটে এগিয়ে আরজেডির মণীশ যাদবের থেকে ৷

পালিগঞ্জ: সিপিআইএমএল-এর সন্দীপ সৌরভ ১৩৫ ভোটে এগিয়ে ৷

রফিগঞ্জ: জনতা দলের প্রমোদ কুমার সিং ২৫১২ ভোটে এগিয়ে আরজেডির গুলাম শহিদের থেকে ৷

রাঘোপুর: বিজেপির সতীশ কুমার ৪৫৭০ ভোটে এগিয়ে আরজেডির তেজস্বী প্রসাদ যাদবের থেকে ৷

রাজৌলি: লোক জনশক্তি পার্টির (রাম বিলাস) বিমাল রাজবংশী আরজেডির পিঙ্কি ভারতীর থেকে এগিয়ে ১৮৫৫ ভোটে ৷

সেরা ভিডিও

আরও দেখুন
শীত পড়তেই আখের রস থেকে গুড় বানানো শুরু, রইল সেই পদ্ধতি
আরও দেখুন

রাজপুর: জনতা দলের সন্তোষ কুমার নিরালা ৩৬৫৭ ভোটে এগিয়ে কংগ্রেসের বিশ্বনাথ রামের থেকে ৷

বাংলা খবর/ খবর/দেশ/
Bihar Election 2025 Result: কোথাও ৫ হাজার-কোথাও আবার মাত্র হাজার ! বিহারের বহু আসনে খুব অল্প ব্যবধানেই জয়-পরাজয়ের ভাগ্য নির্ধারণ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল