বাজেট পেশের পরে নীতীশ কুমার বলেন, “আমরা বলেছিলাম, হয় আমাদের বিশেষ মর্যাদা দিন (বিহারের জন্য) অথবা আমাদের বিশেষ অধিকার দিন এবং বিহারের প্রয়োজনে সাহায্য করুন। রাজ্যে রাস্তা, স্কুল এবং অন্য উন্নয়ন প্রকল্প-সহ অনেক কাজ হয়েছে। এখন তারা বিহারের বেশ কিছু এলাকায় সাহায্যের ঘোষণা করেছে। কেন্দ্র-রাজ্যকে সমর্থন করলে সকলেই উপকৃত হবেন।”
advertisement
বিহার এবং অন্ধপ্রদেশের জন্য মোট ৪১ হাজার কোটি টাকার আর্থিক সাহায্যের ঘোষণা করেন কেন্দ্রের অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ। নীতীশ কুমারের বিহারে বিভিন্ন সড়ক প্রকল্পের জন্য ২৬ হাজার কোটি টাকা বরাদ্দ করা হবে, ঘোষণা করলেন অর্থমন্ত্রী। সেই সঙ্গে অন্ধ্রপ্রদেশের জন্য চলতি অর্থবর্ষে অতিরিক্ত ১৫ হাজার কোটি টাকা বরাদ্দ করা হবে। চন্দ্রবাবুর রাজ্য অমরাবতীতে নতুন রাজধানী নির্মাণের জন্য এই টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয় বাজেটে।