আরও পড়ুন : 'বিমানে মৃতদেহ আনতে জায়গা বেশি লাগে', বিজেপি বিধায়কের বিস্ফোরক মন্তব্যে উত্তাল দেশ
ভয়াবহ বিস্ফোরণটি ঘটেছে তাতারপুর (Bihar Blast) থানা এলাকায়। যে বাড়িতে বিস্ফোরণটি হয়েছে সেটি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। আর পাশাপাশি আশেপাশের আরও কয়েকটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণের তীব্রতা এতটাই প্রাণঘাতী ছিল যে ওই বাড়ি সহ আশেপাশের আরও চারটি বাড়ি একেবারে ধসে গিয়েছে। ঘটনাস্থল থেকে ২০০ থেকে ৩০০ মিটার দূরে ভাঙা বাড়ির ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা গেছে। এই সময় পাশের বাড়িতে ঘুমন্ত লোকজনও গুরুতর আহত হয়। এই খবর ছড়িয়ে পড়তেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা রাজ্যজুড়েই।
advertisement
আরও পড়ুন : অগ্নিসাক্ষীর আগেই বিয়েবাড়িতে তুলকালাম! হঠাৎ বিয়ে ভেঙে দিলেন কনে, নেপথ্যে বড় 'কারণ'!
প্রথমটায় ঘটনার আকস্মিকতায় (Bihar Blast) হকচকিয়ে যান এলাকার মানুষ। সবাই এই ঘটনাকে ভূমিকম্পও ভেবে আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করেন। বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। এদিকে গত রাতে বিস্ফোরণের পরেই জেসিবির সাহায্যে ধ্বংসস্তূপ থেকে প্রায় ১৪ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলেই ৭ জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। পরে আরও বাড়তে থাকে মৃতের সংখ্যা।
এই ঘটনার পর ট্যুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। উদ্ধারকাজ যাতে দ্রুত চালানো হয়, সেই বার্তা দিয়েছেন মোদি। এই প্রসঙ্গে বিহারের (Bihar CM) মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের সঙ্গে কথাও বলেছেন তিনি।
জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এখনও বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তবে, বিস্ফোরণের আসল কারণ এখনও স্পষ্ট নয়। খবর পেয়েই উদ্ধার কাজ চালাতে শুরু করে পুলিশ। শুক্রবার সকালে ঘটনাস্থলে পৌঁছয় ফরেনসিক টিম। বিস্ফোরণের ধরন ও কারণ অনুসন্ধান করার চেষ্টা করছেন তাঁরা।