TRENDING:

বিহারে ঐতিহাসিক জয় এনডিএ-র! কী কী কারণে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেল বিজেপি-জেডিইউ?

Last Updated:

Bihar Assembly Election Results: বিহার বিধানসভা নির্বাচনে আশাতীত ফল করেছে বিজেপি, আরজেডি, এলজেপি (আরবি) এবং অন্যান্য জোটসঙ্গীরা। কিন্তু কী ভাবে এত বড় ব্যবধানে জয় বিজেপির, উঠে আসছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কী কী কারণে বিহারে জয় বিজেপির?
কী কী কারণে বিহারে জয় বিজেপির?
advertisement

বিহার বিধানসভা নির্বাচনে আশাতীত ফল করেছে বিজেপি, আরজেডি, এলজেপি (আরবি) এবং অন্যান্য জোটসঙ্গীরা। কিন্তু কী ভাবে এত বড় ব্যবধানে জয় বিজেপির, উঠে আসছে।

সিনিয়র বিজেপি কর্মী বলেন, “আমরা ২৪৩টি আসনে জাতিভিত্তিক সমীকরণ চিহ্নিত করতে একাধিক বৈঠক করেছি”। যার ফল একাধিক আসনে পেয়েছে এনডিএ। “আমাদের ফোকাস ছিল ছয় শতাংশ পাসওয়ান ভোটে,” সূত্রটি নিশ্চিত করেছে। পাসওয়ান ভোটও এনডিএর পক্ষে গিয়েছে এবং অভূতপূর্ব ফল করছে চিরাগ পাসওয়ানের দল লোক জনশক্তি পার্টি (রাম বিলাস)। দলিত ভোটেরও একটা বড় অংশ গিয়েছে এনডিএ-র পক্ষে।

advertisement

আরও পড়ুন: ‘বিহারের ফল হতাশাজনক’, মেনে নিল কংগ্রেস! ৫টি আসন পেতেই হিমশিম অবস্থা

মগধ এবং শাহবাদের অঞ্চলে অন্য ধরনের কৌশল নিয়েছিল বিজেপি। সেখানের রাজপুত এবং কুশওয়া ভোট একত্রিত করতে পবন সিং এবং উপেন্দ্র কুশওয়ার মতো নেতাদের জোট তৈরি হয়েছিল। ২০২০ সালে, রাজপুত এবং কুশওয়া বিভাজনের কারণে NDA ২৪টির মধ্যে মাত্র দুটি আসন জিততে পেরেছিল।

advertisement

আরও পড়ুন: আশা জাগিয়েও বিহারে হতাশ করল বামেরা! গতবারের তুলনায় কমল অনেক আসন

বিজেপি ভোটে জিততে আরও একটি কৌশল কাজে লাগিয়েছে। নতুন বিমানবন্দর এবং জাতীয় মহাসড়কের মতো প্রধান অবকাঠামো প্রকল্পগুলি মূল হলেও, গ্রামীণ জনসংখ্যার একটি অংশের আর্থিক সাহায্য প্রয়োজন ছিল। নির্বাচনের আগে ১.২১ কোটি মহিলাকে ১০,০০০ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া অন্যতম সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়েছে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি লালুর আমলের জঙ্গলরাজের বিরুদ্ধে প্রচার এবং জাতপাতের বিরুদ্ধে প্রচারও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বলে মনে করা হচ্ছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
আয়োজন তুঙ্গে, কিন্তু কুমোরপাড়ায় মনখারাপ! কার্তিকের অর্ডার বাইরের শিল্পীদের
আরও দেখুন

বাংলা খবর/ খবর/দেশ/
বিহারে ঐতিহাসিক জয় এনডিএ-র! কী কী কারণে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেল বিজেপি-জেডিইউ?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল