TRENDING:

Bihar Assembly Election 2025: ছোঁড়া হল চটি, গোবর, পাথর, কার্যত ঘেরাও উপ মুখ্যমন্ত্রী! ভোট ঘিরে ভয়ঙ্কর অবস্থা বিহারে

Last Updated:

বিক্ষোভের পিছনে আরজেডির পরিকল্পনা রয়েছে বলে অভিযোগ তুলেছেন সিনহা৷ তাঁর দাবি, ‘‘এরা সবাই আরজেডির গুন্ডা৷ গুন্ডামিটা দেখুন, ক্ষমতায় নেই, তা-ও গুন্ডামি ছাড়ছে না৷ ওরা আমার পোলিং এজেন্টকে ভয় দেখিয়েছে৷ ভোর সাড়ে ৬ টাতেই ফেরত পাঠিয়ে দিয়েছে৷ ভোটারদের বেরতেই দিচ্ছে না ওরা৷’’

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
News18
News18
advertisement

পটনা: বিহারে প্রথম দফা ভোটগ্রহণের দিনই ভয়ঙ্কর বিক্ষোভের মুখে বিহারের উপ মুখ্যমন্ত্রী৷ ভিড়ের মাধঝখানেই ঘিুরে ধরে ছোঁড়া হল চটি, পাথর, গোবর৷ ভয়ঙ্কর বিশৃঙ্খলা৷ বর্তমানে বিদায়ী বিহার সরকারের উপ মুখ্যমন্ত্রী হলেন বিজয় কুমার সিনহা৷ চলতি নির্বাচনে লক্ষ্মীসরাই কেন্দ্র থেকে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন৷ বৃহস্পতিবার সেখানে প্রচারে গেলে খোরিয়ারি গ্রামে আরজেডি সমর্থকদের প্রবল বিক্ষোভের মুখে পড়েন তিনি৷ তোলা হয়মুর্দাবাদস্লোগান

advertisement

তাঁর গাড়ি লক্ষ্য করে পাথর, গোবর, চটি ছোঁড়া হয় বলে অভিযোগ৷ হামলার পরেই এলাকার পুলিশ সুপারের সঙ্গে ফোনে কথা বলেন৷ গোটা বিষয়টির প্রেক্ষিতে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন৷ ফোনে বিহারের উপ মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যায়, ‘‘আমি এখানে এই গ্রামে আছি৷ ভিড় তো এগিয়ে আসছে৷ এখানে স্পেশাল ফোর্স পাঠান৷ নাহলে আমি এখানে ধর্নায় বসে যাব৷ ওরা পাথর, গোবর এই সব ছুঁড়ছে৷’’

advertisement

আরও পড়ুন: লালুর মুখে বামঘেঁষা বিখ্যাত নেতার থিওরি! ‘গরম তাওয়ায় রুটি ওল্টানো জরুরি..,’ ভোট দিয়েই দিলেন ছবি

বিক্ষোভের পিছনে আরজেডির পরিকল্পনা রয়েছে বলে অভিযোগ তুলেছেন সিনহা৷ তাঁর দাবি, ‘‘এরা সবাই আরজেডির গুন্ডাগুন্ডামিটা দেখুন, ক্ষমতায় নেই, তা-ও গুন্ডামি ছাড়ছে না৷ ওরা আমার পোলিং এজেন্টকে ভয় দেখিয়েছে৷ ভোর সাড়ে ৬ টাতেই ফেরত পাঠিয়ে দিয়েছেভোটারদের বেরতেই দিচ্ছে না ওরা৷’’

advertisement

আরও পড়ুন : বিহার ভোটের আগে ‘Gen Z’-কে বিশেষ বার্তা রাহুলের! ‘জঙ্গলরাজ’ মনে করিয়ে বার্তা দিলেন অমিত শাহ-ও

প্রথম দফায় বিহারের ১২১ টি কেন্দ্র হচ্ছে ভোটগ্রহণ৷ বিহারের উপ মুখ্যমন্ত্রী দাবি করেন, এই ঘটনা প্রমাণ করে আরজেডির শাসনকালে বিহারে কী ভাবে ‘জঙ্গলরাজ’ চলত৷ যে ‘জঙ্গলরাজশব্দবন্ধ বারবার উচ্চারিত হয়েছে মোদি-শাহের কথায়

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
৫০০ বছর পুরনো রাস উৎসব ঘিরে মানবাজারে উৎসবের মেজাজ! দূরদূরান্ত থেকে ছুটে আসেন ভক্তরা
আরও দেখুন

বাংলা খবর/ খবর/দেশ/
Bihar Assembly Election 2025: ছোঁড়া হল চটি, গোবর, পাথর, কার্যত ঘেরাও উপ মুখ্যমন্ত্রী! ভোট ঘিরে ভয়ঙ্কর অবস্থা বিহারে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল