সম্প্রতি, লালুপ্রসাদ যাদব ও তাঁর পরিবারের হ্যালোউন উদযাপনের একটি ভিডিও প্রকাশ্যে এসেছে৷ এদিন সেই ভিডিও প্রসঙ্গে কথা বলতে গিয়ে নরেন্দ্র মোদি বলেন, ‘‘আরজেডি (শাহি পরিবার) সমস্ত আন্তর্জাতিক উৎসব পালন করেন, যখন ছট পূজার কথা আসে, তখন সেটাকে নাটক বলে৷’’
রাজনীতির কারিবারিদের একাংশ মনে করছেন, রাহুল গান্ধির ছট পূজা সংক্রান্ত মন্তব্যের প্রেক্ষিতেই আবারও মোদির এই মন্তব্য৷
advertisement
মোদি বলেন, ‘‘আরজেডি এবং কংগ্রেস নেতা ছট মায়ের পূজোকে গিমিক, নাটক বলে৷ এঁদের মনে হয়, সূর্য দেবের ক্ষমতা সম্পর্কে ধারণা নেই৷ কংগ্রেস নেতা ছট মাইয়ার অপমান করেছেন, এবং বিহারের মানুষ আরজেডি-কে এই প্রত্যুত্তর দেবে৷ আপনারা ওদের একবার শাস্তি দিয়েছেন, আবারও দেবেন৷’’
এছাড়া, কংগ্রেস-আরজেডি জোটের বিরুদ্ধে মোদি অভিযোগ তোলেন, ‘‘ভোটের জন্য জাতীয় নিরাপত্তার সাথে আপস করছে ওরা৷’’
তিনি বলেন, ‘‘অনুপ্রবেশের মাধ্যমে রাজ্য়ের জনসংখ্যা পরিবর্তনের চেষ্টা চলছে। আরজেডি এবং কংগ্রেস কেবল তাদের ভোটব্যাঙ্কের জন্য দেশের নিরাপত্তাকে ঝুঁকির মধ্যে ফেলছে৷’’
আরজেডি নেতা তেজস্বী যাদব এবং তাঁর বাবা লালু প্রসাদ যাদবের দিকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী মোদি বলেন, “আরজেডি-কংগ্রেসের পোস্টারগুলো দেখুন – যিনি বছরের পর বছর ধরে বিহারের মুখ্যমন্ত্রী ছিলেন, তাঁর ছবি এক কোণে ঠেলে দেওয়া হয়েছে।” তেজস্বীকে কটাক্ষ করে তিনি জিজ্ঞাসা করেন, “প্রচারের সময় তোমার বাবার নাম নিতেও তুমি ভয় পাচ্ছ? কেন? তাঁর শাসনকাল সম্পর্কে এই লুকোচুরি কেন?”
ভোটারদের প্রতি আবেদন জানিয়ে প্রধানমন্ত্রী মোদি বলেন, ‘‘আপনাদের মনে রাখতে হবে যে আপনার একটি ভোট বিহারকে জঙ্গলরাজ থেকে সু-শাসনরাজে নিয়ে এসেছে। এখন, আপনার একটি ভোট বিহারকে আরও উন্নত করবে৷’’
