TRENDING:

Bihar Assembly Election 2025: এবার লালুপ্রসাদকে সরাসরি আক্রমণ মোদির! বললেন, ‘সমস্ত আন্তর্জাতিক উৎসব উদযাপন করে, কিন্তু ছটকে বলে নাটক’

Last Updated:

তিনি বলেন, ‘‘অনুপ্রবেশের মাধ্যমে রাজ্য়ের জনসংখ্যা পরিবর্তনের চেষ্টা চলছে। আরজেডি এবং কংগ্রেস কেবল তাদের ভোটব্যাঙ্কের জন্য দেশের নিরাপত্তাকে ঝুঁকির মধ্যে ফেলছে৷’’

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কাটিহার: বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ পর্বের আর মাত্র দিন দুই বাকি। তাই শেষ দফার প্রচারে ঝাঁপিয়ে পড়েছে প্রত্যেক রাজনৈতিক দল৷ আজ, সোমবার কাটিহারে এনডিএ জোটের হয়ে প্রচারে গিয়েছেন নরেন্দ্র মোদি৷ সেখান থেকে আরও একবার যাদব পরিবার এবং রাহুল গান্ধির উদ্দেশে কড়া আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷
News18
News18
advertisement

সম্প্রতি, লালুপ্রসাদ যাদব ও তাঁর পরিবারের হ্যালোউন উদযাপনের একটি ভিডিও প্রকাশ্যে এসেছে৷ এদিন সেই ভিডিও প্রসঙ্গে কথা বলতে গিয়ে নরেন্দ্র মোদি বলেন, ‘‘আরজেডি (শাহি পরিবার) সমস্ত আন্তর্জাতিক উৎসব পালন করেন, যখন ছট পূজার কথা আসে, তখন সেটাকে নাটক বলে৷’’

রাজনীতির কারিবারিদের একাংশ মনে করছেন, রাহুল গান্ধির ছট পূজা সংক্রান্ত মন্তব্যের প্রেক্ষিতেই আবারও মোদির এই মন্তব্য৷

advertisement

আরও পড়ুন: রাহুলের মন্তব্যে তোলপাড়! ‘বিশ্বজুড়ে সমাদৃত, সেই ছট মাতারই অপমান,’ কংগ্রেস-আরজেডি কে কড়া আক্রমণ মোদির

মোদি বলেন, ‘‘আরজেডি এবং কংগ্রেস নেতা ছট মায়ের পূজোকে গিমিক, নাটক বলে৷ এঁদের মনে হয়, সূর্য দেবের ক্ষমতা সম্পর্কে ধারণা নেই৷ কংগ্রেস নেতা ছট মাইয়ার অপমান করেছেন, এবং বিহারের মানুষ আরজেডি-কে এই প্রত্যুত্তর দেবে৷ আপনারা ওদের একবার শাস্তি দিয়েছেন, আবারও দেবেন৷’’

advertisement

এছাড়া, কংগ্রেস-আরজেডি জোটের বিরুদ্ধে মোদি অভিযোগ তোলেন, ‘‘ভোটের জন্য জাতীয় নিরাপত্তার সাথে আপস করছে ওরা৷’’

তিনি বলেন, ‘‘অনুপ্রবেশের মাধ্যমে রাজ্য়ের জনসংখ্যা পরিবর্তনের চেষ্টা চলছে। আরজেডি এবং কংগ্রেস কেবল তাদের ভোটব্যাঙ্কের জন্য দেশের নিরাপত্তাকে ঝুঁকির মধ্যে ফেলছে৷’’

আরও পড়ুন: তৃণমূলে ফিরেই অভিষেকের সঙ্গে দেখা করতে গেলেন শোভন! NKDA চেয়ারম্যানের পর এবার দলের দায়িত্ব নিয়েও জল্পনা

advertisement

আরজেডি নেতা তেজস্বী যাদব এবং তাঁর বাবা লালু প্রসাদ যাদবের দিকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী মোদি বলেন, “আরজেডি-কংগ্রেসের পোস্টারগুলো দেখুন – যিনি বছরের পর বছর ধরে বিহারের মুখ্যমন্ত্রী ছিলেন, তাঁর ছবি এক কোণে ঠেলে দেওয়া হয়েছে।” তেজস্বীকে কটাক্ষ করে তিনি জিজ্ঞাসা করেন, “প্রচারের সময় তোমার বাবার নাম নিতেও তুমি ভয় পাচ্ছ? কেন? তাঁর শাসনকাল সম্পর্কে এই লুকোচুরি কেন?”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দীপ্তি, রিচাদের উত্থান বাংলার এই অ্যাকাডেমি থেকে! হাওড়ায় অনুশীলন বিশ্বজয়ীদের
আরও দেখুন

ভোটারদের প্রতি আবেদন জানিয়ে প্রধানমন্ত্রী মোদি বলেন, ‘‘আপনাদের মনে রাখতে হবে যে আপনার একটি ভোট বিহারকে জঙ্গলরাজ থেকে সু-শাসনরাজে নিয়ে এসেছে। এখন, আপনার একটি ভোট বিহারকে আরও উন্নত করবে৷’’

বাংলা খবর/ খবর/দেশ/
Bihar Assembly Election 2025: এবার লালুপ্রসাদকে সরাসরি আক্রমণ মোদির! বললেন, ‘সমস্ত আন্তর্জাতিক উৎসব উদযাপন করে, কিন্তু ছটকে বলে নাটক’
Open in App
হোম
খবর
ফটো
লোকাল