প্রথম দফা ভোটগ্রহণের দিনই ভয়ঙ্কর বিক্ষোভের মুখে বিহারের উপ মুখ্যমন্ত্রী৷ ভিড়ের মাধঝখানেই ঘিুরে ধরে ছোঁড়া হল চটি, পাথর, গোবর৷ ভয়ঙ্কর বিশৃঙ্খলা৷ বর্তমানে বিদায়ী বিহার সরকারের উপ মুখ্যমন্ত্রী হলেন বিজয় কুমার সিনহা৷ চলতি নির্বাচনে লক্ষ্মীসরাই কেন্দ্র থেকে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন৷ বৃহস্পতিবার সেখানে প্রচারে গেলে খোরিয়ারি গ্রামে আরজেডি সমর্থকদের প্রবল বিক্ষোভের মুখে পড়েন তিনি৷ তোলা হয় ‘মুর্দাবাদ’ স্লোগান৷
advertisement
আরও পড়ুন: ১৮০০ কোটির জমি বিক্রি ৩০০ কোটিতে! পুণেতে অবৈধ জমি কেনার অভিযোগে বিপাকে অজিত পাওয়ারের পুত্র
তাঁর গাড়ি লক্ষ্য করে পাথর, গোবর, চটি ছোঁড়া হয় বলে অভিযোগ৷ হামলার পরেই এলাকার পুলিশ সুপারের সঙ্গে ফোনে কথা বলেন৷ গোটা বিষয়টির প্রেক্ষিতে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন৷ ফোনে বিহারের উপ মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যায়, ‘‘আমি এখানে এই গ্রামে আছি৷ ভিড় তো এগিয়ে আসছে৷ এখানে স্পেশাল ফোর্স পাঠান৷ নাহলে আমি এখানে ধর্নায় বসে যাব৷ ওরা পাথর, গোবর এই সব ছুঁড়ছে৷’’
