চলতি বছরেই বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য বিহারে। এই নির্বাচনে শাসক এনডিএ জোটের দলগুলির মধ্যে কোন দল ক’টি আসনে লড়বে জানা গেল তার আপডেট। ফাইল ছবি, পিটিআই
advertisement
বিহারের বিধানসভায় মোট আসন ২৪৩টি। এই ২৪৩টি আসনের মধ্যে সমান সংখ্যক আসনে লড়বে বিজেপি এবং নীতীশের জেডিইউ। কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের এক্স হ্যান্ডলে পোস্ট থেকে জানা গিয়েছে এনডিএ জোটের প্রধান দুটি দল বিজেপি এবং জেডিইউ ১০১টি করে আসনে লড়াই করবে।
advertisement
এছাড়াও চিরাগ পাসওয়ানের লোক জনশক্তি পার্টি (রাম বিলাস) ২৯টি আসনে লড়াই করবে। সেই সঙ্গে রাষ্ট্রীয় লোক মোর্চা এবং হিন্দুস্থান আওয়াম মোর্চা ৬টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে।
advertisement
বিহারে এবার দুই দফায় বিধানসভা নির্বাচন হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। ১২১ আসনে ভোট হবে ৬ নভেম্বর এবং ১২২টি আসনে ভোট হবে ১১ নভেম্বর। ভোট গণনা হবে ১৪ নভেম্বর।
advertisement
এবার বিহারে নীতীশকে হারাতে মরিয়া তেজস্বী এবং রাহুলের জোট, রাজনৈতিক মহলের দাবি, বিহারে বিরোধী হাওয়া বেশ জোড়ালো। পাশাপাশি বিহারের নির্বাচনের কিছু মাস পরেই বাংলায় নির্বাচন, বিজেপির কাছে দুটো নির্বাচনই বেশ গুরুত্বপূর্ণ।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
October 12, 2025 8:30 PM IST