বদ্রীনাথ জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার তথ্য দিয়ে বিপর্যয় মোকাবিলা দফতরের সচিব বিনোদ কুমার সুমন বলেন, দুর্ঘটনাকবলিত গাড়িটি টেম্পো ট্রাভেলার হওয়ার সম্ভাবনা রয়েছে। গাড়িটি যাত্রীদের নিয়ে যাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী দল। এখনও পর্যন্ত ৮ জনকে উদ্ধার করা হয়েছে, তাঁদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে, বাকি ৭ জন আহত। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য।
advertisement
জানা গিয়েছে, বাসটি রাজস্থান থেকে আসছিল, মোট ১৮ জন যাত্রী ছিলেন। এখনও পর্যন্ত এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক মহিলা যাত্রীর। একইসঙ্গে আহত হয়েছেন সাতজন। আহতদের মধ্যে ৯ বছর বয়সী দুই শিশুও রয়েছে। আহত দুই শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনও ১১ যাত্রী নিখোঁজ। নিখোঁজদের উদ্ধারের সব রকম চেষ্টা চালাচ্ছে স্থানীয় প্রশাসন।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 26, 2025 9:51 AM IST