TRENDING:

Uttarakhand Bus Accident: তুমুল বৃষ্টিতে ফুঁসছে অলকানন্দা! যাত্রীদের নিয়ে নদীতে পড়ল আস্ত বাস! উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগে সাতসকালে ভয়াবহ দুর্ঘটনা

Last Updated:

Uttarakhand Bus Accident News: সাতসকালে ভয়াবহ দুর্ঘটনা। বৃহস্পতিবার  উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলার ঘোলতিরে ভয়াবহ দুর্ঘটনায় হাহাকার। তুমুল বৃষ্টিতে ফুলে ফেঁপে ওঠা অলকানন্দা নদীতে তলিয়ে যায় আস্ত একটি বাস।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রুদ্রপ্রয়াগঃ সাতসকালে ভয়াবহ দুর্ঘটনা উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগে। বৃহস্পতিবার রুদ্রপ্রয়াগের ঘোলতিরে দুর্ঘটনাটি ঘটে। তুমুল বৃষ্টিতে ফুলে ফেঁপে ওঠা অলকানন্দা নদী পড়ে তলিয়ে যায় আস্ত একটি বাস। বাসে ১৮-১৯ জন যাত্রী ছিলেন বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ। দুর্ঘটনার পরই ঘটনাস্থলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন পুলিশ এবং প্রশাসনের কর্তারা, যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ।
বাস দুর্ঘটনা। ছবি সৌজন্যেঃ এআই।
বাস দুর্ঘটনা। ছবি সৌজন্যেঃ এআই।
advertisement

বদ্রীনাথ জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার তথ্য দিয়ে বিপর্যয় মোকাবিলা দফতরের সচিব বিনোদ কুমার সুমন বলেন, দুর্ঘটনাকবলিত গাড়িটি টেম্পো ট্রাভেলার হওয়ার সম্ভাবনা রয়েছে। গাড়িটি যাত্রীদের নিয়ে যাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী দল। এখনও পর্যন্ত ৮ জনকে উদ্ধার করা হয়েছে, তাঁদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে, বাকি ৭ জন আহত। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য।

advertisement

আরও পড়ুনঃ পচে দলা পাকিয়ে যাচ্ছে কিডনি! রাতে ঘুমের মধ্যে সাধারণ ‘এই’ লক্ষণ দেখলে সাবধান, সকালে উঠেই ডাক্তারের কাছে যান

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

জানা গিয়েছে, বাসটি রাজস্থান থেকে আসছিল, মোট ১৮ জন যাত্রী ছিলেন। এখনও পর্যন্ত এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক মহিলা যাত্রীর। একইসঙ্গে আহত হয়েছেন সাতজন। আহতদের মধ্যে ৯ বছর বয়সী দুই শিশুও রয়েছে। আহত দুই শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনও ১১ যাত্রী নিখোঁজ। নিখোঁজদের উদ্ধারের সব রকম চেষ্টা চালাচ্ছে স্থানীয় প্রশাসন।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Uttarakhand Bus Accident: তুমুল বৃষ্টিতে ফুঁসছে অলকানন্দা! যাত্রীদের নিয়ে নদীতে পড়ল আস্ত বাস! উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগে সাতসকালে ভয়াবহ দুর্ঘটনা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল