রাতে প্রধানমন্ত্রীর বাসভবনেই বৈঠকের আয়োজন করা হয়েছে। সেই সঙ্গে থাকছে নৈশ ভোজের আয়োজনও! মোদির বাসভবন ঘুরে দেখেন বাইডেন। ইতিমধ্যেই সে ছবি সামনে এসেছে। জি-২০ সম্মেলন নিয়ে বেশ উৎসাহী বাইডেন। এই অনুষ্ঠানে উপস্থিত থেকে নতুন বার্তা দেবেন! ইতিমধ্যেই তাঁদের মধ্যে কী আলোচনার বিষয় তা নিয়ে উৎসাহ বাড়ছে।
আরও পড়ুন:
ইতিমধ্যেই নরেন্দ্র মোদি ট্যুইটে জানান, “মোদি ট্যুইট করে জানান, ‘আমি গর্বিত মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্টকে লোক কল্যান মার্গে স্বাগত জানাতে পেরে। আমাদের আজকের আলোচনা ভারত ও আমেরিকাকে এক বন্ধনে আবদ্ধ করল! ভবিষ্যতে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রে অর্থনৈতিক উন্নতি এবং প্রতিটি মানুষের সার্বিক উন্নতি ঘটাবে। ভারত-মার্কিন যুক্তরাষ্ট্রের এই বন্ধুত্ব ভবিষ্যতে সকলের ভালর জন্য বিরাট ভূমিকা পালন করবে!” এছাড়াও জানা গিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ও ভারতের প্রধানমন্ত্রীর মধ্যে বৈঠকে উঠে আসবে গত জুন মাসে যে আলোচনা হয়েছিল তার অগ্রগতিগুলি দেখা হবে। তার মধ্যে জেট ইঞ্জিন সংক্রান্ত চুক্তি, ড্রোন কেনা সংক্রান্ত বিষয়, ৫জি-৬জি সংক্রান্ত বিষয়, সিভিল নিউক্লিয়ার ডোমেন সংক্রান্ত বিষয়গুলি থাকছে। তবে এই সফর দ্বিপাক্ষিক একটা সফর এমনটা নয়। এটা জি২০ সম্মেলন। তবে মোদি ও বাইডেনের এই মেলবন্ধন সত্যিই ঐতিহাসিক মুহূর্তের সৃষ্টি করল!