পুলিশ সূত্রে জানা গিয়েছে এই ঘটনা গত বৃহস্পতিবারের ৷ শহরের এক নামী স্কুলের ছাত্রী ওই শিশু ৷ ঘটনার দিন স্কুল থেকে বাড়ি ফেরার পর তার মা খেয়াল করেন মেয়ের পরনে স্কুলের পোশাক নেই ৷ পরিবর্তে তার পরনে ছিল স্কুলব্যাগে থাকা বাড়তি পোশাক ৷ এ বিষয়ে ক্লাসের শিক্ষিকা এবং প্রিন্সিপালকে জিজ্ঞাসা করা হলে তাঁরা কোনও সদুত্তর দিতে পারেননি ৷ তাঁরা জানান স্কুলে ওই শিশুর পোশাক পরিবর্তন করা হয়নি ৷ এর পর শিশুকে জিজ্ঞাসা করা হলে সে জানায় ‘বাসকাকু’ তার পোশাক পরিবর্তন করে দিয়েছে ৷ এর পরই মায়ের সন্দেহ তীব্র হওয়ায় তিনি মেয়ের সঙ্গে অনেক ক্ষণ এ বিষয়ে কথা বলেন ৷ শিশুসন্তান তাকে জানায় বাসচালক তাকে বাজে ভাবে স্পর্শ করেছে ৷ মুখ, ঠোঁট, গোপনাঙ্গে অস্বস্তিকর স্পর্শের কথা মায়ের কাছে খুলে বলে ওই শিশু ৷
advertisement
আরও পড়ুন : ভোপালে মহিলা অ্যাটেন্ড্যান্টের সামনেই স্কুলবাসে নার্সারির ছাত্রীকে ধর্ষণ চালকের
পর দিনই স্কুলে গিয়ে অভিযোগ জানান নিগৃহীত শিশুর বাবা মা ৷ অভিযুক্ত চালককে শনাক্তও করেছে নার্সারির পড়ুয়া ৷ মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র জানিয়েছেন ‘‘দুই অভিযুক্তকে গ্রেফতার করা হলেও আমার ধারণা স্কুল কর্তৃপক্ষ এই ভয়ঙ্কর ঘটনা ধামাচাপা দিতে চেয়েছে ৷ স্কুল কর্তৃপক্ষকে জেরা করবে পুলিশ ৷ যদি দেখা যায় তারা এই জঘন্য অপরাধ লুকোতে চেয়েছে তাহলে তাদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ করা হবে৷’’ ঘটনাচক্রে স্কুলে সিসিটিভি থাকলেও সেদিনের ফুটেজ পাওয়া যায়নি ৷
আরও পড়ুন : সরকার সতর্ক হলে এড়ানো যেত করোনা দ্বিতীয় ঢেউয়ে মৃত্যুমিছিল, রিপোর্ট সংসদীয় স্ট্যান্ডিং কমিটির
জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের তরফে এই ঘটনার সবিস্তার রিপোর্ট তিন দিনের মধ্যে চাওয়া হয়েছে সংশ্লিষ্ট জেলাশাসকের কাছে ৷ ঘটনার তদন্তে তিন সদস্যের কমিটি তৈরি করেছে মধ্যপ্রদেশের স্কুলশিক্ষা দফতর ৷