ময়নাতদন্তের রিপোর্টে যা দেখা যাচ্ছে, তা হল মৃত জঙ্গিদের বুলেটের সব ক্ষতগুলিই কোমরের উপরে ৷ জঙ্গিদের কয়েকজনকে অনেক বেশিবার গুলি চালানো হয়েছে ৷ এছাড়া অনেক কাছ থেকেও গুলি করা হয়েছে ৷ এখন প্রশ্ন উঠছে এনকাউন্টারে এমনটা ঘটা সম্ভব কি না ?
এনকাউন্টারে সাধারণত পা লক্ষ্য করেই প্রথমে গুলি চালানো হয় ৷ কারণ দুষ্কৃতিদের মেরে ফেলা নয়, তাদের ঘায়েল করাই প্রথম টার্গেট থাকে পুলিশের ৷ কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আট জঙ্গির মৃত্যু হয়েছে তাদের কারোরই পায়ে গুলি করা হয়নি ৷ সব ক্ষতই কোমরের উপরের অংশে ৷ এছাড়া নিরাপত্তা বাহিনীর কিছু জঙ্গির উপর দু’বারের উপর গুলি চালনা নিয়েও প্রশ্ন উঠছে ৷ এর থেকেই স্পষ্ট হচ্ছে যে পলাতকদের ফিরিয়ে আনা নয়, তাদের হত্যা করাই ছিল পুলিশের আসল লক্ষ্য ৷ পুলিশের এনকাউন্টার সম্পর্কে বয়ান ময়না তদন্তের রিপোর্টে মিলছে না বলেই এবার ফরেন্সিক তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে ৷
advertisement