শুক্রবার লোকসভায় সাড়ে তিন ঘণ্টা বলার সময় পেয়েছে বিজেপি ৷ অপরদিকে, কংগ্রেসের জন্য মাত্র ৩৮ মিনিট সময় বরাদ্দ হয়েছে ৷ রাহুল গান্ধী ছাড়াও এদিন কংগ্রেসের হয়ে বলবেন মল্লিকার্জুন খার্গেও ৷ বিজেপি নেতা রামমাধব টুইটারে রাহুলকে নিয়ে কটাক্ষ শুরু করেন ৷ তিনি বলেন, ‘অনাস্থার প্রস্তাবককে ১৩মিনিট সময় দেওয়া হয়েছে ৷ আর ভূমিকম্পের জন্য ৩৮ মিনিট সময় দেওয়া হয়েছে ৷’ অন্যদিকে, বিজেপি নেতা তেজিন্দার পাল সিং বাগ্গা বলেন,
advertisement
শুক্রবার সকাল থেকেই রাহুলের ‘ভূমিকম্প’-র বক্তব্যকে কটাক্ষ করেন কেন্দ্রীয় নেতারা ৷ টুইটে কেউ কেউ বলেন, ‘আজ ভূমিকম্প আসতে চলেছে ৷ প্লিজ সবাই প্রার্থনা করুন ৷’ BhookampAaneWalaHai হ্যাশট্যাগ দিয়ে সোশ্যাল মিডিয়াতেই রাহুলকে নিয়ে কৌতুক শুরু করেন তেজিন্দার পাল সিং বাগ্গা ৷
মোদি-অমিত শাহ ক্ষমতালোভী বলে কটাক্ষ করলেন রাহুল ৷ তিনি বলেন, ‘ ক্ষমতা ছাড়া ওনারা থাকতে পারেন না ৷ ক্ষমতার জন্য লালসা রাগ তৈরি করে ৷ সেই রাগই এত হিংসার জন্ম দিচ্ছে ৷ দেশে সব কণ্ঠ রোধ করছেন প্রধানমন্ত্রী ৷’
তিনি আরও বলেন, ‘আমাদের সরকার মহিলাদের নিরাপত্তায় ব্যর্থ ৷ দলিতদের উপর হামলা নিয়ে নিশ্চুপ মোদি ৷ পিটিয়ে খুন নিয়েও প্রধানমন্ত্রী নিশ্চুপ ৷ ’একইসঙ্গে বিজেপি,আরএসএসকে তোপ দাগলেন রাহুল গান্ধী ৷ বলেন, ‘বিজেপি,আরএসএস অনেক কিছু শিখিয়েছে ৷ কংগ্রেসের মানে শিখিয়েছে বিজেপি,আরএসএস ৷’
অন্যদিকে, মোদিকে তীব্র আক্রমণের পর মোদিকে আলিঙ্গনও করলেন রাহুল গান্ধী ৷
.quote-box { font-size: 18px; line-height: 28px; color: #767676; padding: 15px 0 0 90px; width:70%; margin:auto; position: relative; font-style: italic; font-weight: bold; }
.quote-box img { position: absolute; top: 0; left: 30px; width: 50px; }
.special-text { font-size: 18px; line-height: 28px; color: #505050; margin: 20px 40px 0px 100px; border-left: 8px solid #ee1b24; padding: 10px 10px 10px 30px; font-style: italic; font-weight: bold; }
.quote-box .quote-nam{font-size:16px; color:#5f5f5f; padding-top:30px; text-align:right; font-weight:normal}
.quote-box .quote-nam span{font-weight:bold; color:#ee1b24}
@media only screen and (max-width:740px) {
.quote-box {font-size: 16px; line-height: 24px; color: #505050; margin-top: 30px; padding: 0px 20px 0px 45px; position: relative; font-style: italic; font-weight: bold; }
.special-text{font-size:18px; line-height:28px; color:#505050; margin:20px 40px 0px 20px; border-left:8px solid #ee1b24; padding:10px 10px 10px 15px; font-style:italic; font-weight:bold}
.quote-box img{width:30px; left:6px}
.quote-box .quote-nam{font-size:16px; color:#5f5f5f; padding-top:30px; text-align:right; font-weight:normal}
.quote-box .quote-nam span{font-weight:bold; color:#ee1b24}
}