শ্রীনগরে কংগ্রেসের কার্যালয়ে সভাপতি মল্লিকার্জুন খাড়্গের হাতে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এদিনের কর্মসূচির সূচনা করবে কংগ্রেস। তারপরে পদযাত্রা শেষে শের-ই-কাশ্মীর স্টেডিয়ামে মূল অনুষ্ঠান।
এদিনের অনুষ্ঠানে ২১ বিরোধী দলকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে কংগ্রেস সূত্রের খবর। ব্যক্তিগত ভাবে চিঠি লিখেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। তার মধ্যে এনসিপি, ডিএমকে, আরজেডি, সিপিআইএম, সিপিআই, পিডিপি, জেএমএম-সহ ১২টি দল ইতিমধ্যেই 'ভারত জোড়ো যাত্রা'র সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা জানিয়ে দিয়েছেন। তবে তৃণমূল, সমাজবাদী পার্টির মতো দল এই অনুষ্ঠানে যোগ দেবে না বলেই জানা গিয়েছে।
advertisement
গত ৭ সেপ্টেম্বর শ্রীপেরুমবুদুরে বাবা রাজীব গান্ধির স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য নিবেদন করে কন্যাকুমারী থেকে ভারত জোড়ো যাত্রা শুরু করেছিলেন রাহুল গান্ধি। তারপরে ১৩৫ দিনে ১২ রাজ্য, ২ কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে ৪ হাজার ৮০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে জম্মু ও কাশ্মীরে ৩০ জানুয়ারি শেষ হচ্ছে পদযাত্রা।
আরও পড়ুন : ৪০ টিরও বেশি গাড়ি, ওড়িশায় পুলিশের গুলিতে প্রয়াত মন্ত্রী নবকিশোর ছিলেন মন্ত্রিসভায় ধনীতম
আরও পড়ুন : আজ থেকে শুরু বইমেলা, কোথায় আসর, কতদিন চলবে, রইল সব খুঁটিনাটি
এই গোটা যাত্রার মধ্যে ১০০টি বৈঠক, ১৩টি সাংবাদিক বৈঠক করেছেন রাহুল। ২৭৫ টি পদযাত্রায় অংশগ্রহণ করেছেন। অন্তত ১০০টি বৈঠকে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলতে দেখা গিয়েছে রাহুলকে।
যদিও এই দিনই ভারী তুষারপাতের পূর্বাভাস রয়েছে শ্রীনগরজুড়ে। তবে এর আগেও বৃষ্টি-তুষারপাতের মাঝে শ্রীনগরের রাস্তায় হাঁটতে দেখা গিয়েছিল রাহুলকে।