ট্রেনটি ভার্চুয়ালি ফ্ল্যাগ অফ করেন অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু এবং ভারত সরকারের রেলওয়ে, কয়লা ও খনন বিভাগের মাননীয় রাজ্য প্রতিমন্ত্রী রাওসাহেব পাটিল ডানভে। ফ্ল্যাগ অফ অনুষ্ঠানের সময় গুয়াহাটি রেলওয়ে স্টেশনে উপস্থিত ছিলেন উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজার অনশুল গুপ্তা, উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে (নির্মাণ)-এর জেনারেল ম্যানেজার সুনীল কুমার ঝা এবং লামডিং ডিভিশনের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার প্রেম রঞ্জন কুমার এবং মুখ্য কার্যালয় ও ডিভিশনগুলির সিনিয়র অফিসাররা।
advertisement
আরও পড়ুন- শনি-রাহুর সংযোগ বাড়াতে পারে দুর্ভোগ, আসন্ন ৭ মাস বিশেষ সতর্কতা প্রয়োজন এই কয়েক রাশির!
উত্তর পূর্বাঞ্চলের অনন্য প্রাকৃতিক সৌন্দর্য এবং সমৃদ্ধ সাংস্কৃতিক জীবনের আবিষ্কার ও অভিজ্ঞতা লাভ করতে ভারত গৌরব ট্রেন পরিচালনার জন্য গণ্যমান্য ব্যাক্তিরা অত্যন্ত সন্তুষ্টি প্রকাশ করেন। ‘ভারত গৌরব’ নামে প্রকল্পের অধীনে সারা দেশে পর্যটন প্রচারের লক্ষ্যে ভারতীয় রেলওয়ে ও আইআরসিটিসি-র দ্বারা গৃহীত এই পদক্ষেপ সমস্ত স্তরের প্রশংসা ও সমর্থনের আশা করে। এই ভারত গৌরব ট্রেন চলাচলের ফলে উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির পর্যটন ক্ষেত্র বিশেষ সমৃদ্ধি লাভ করবে।
আরও পড়ুন- রাশিফল ২৫ মার্চ; দেখে নিন কেমন যাবে আজকের দিন
ভারত গৌরব ট্রেনে এর পরে ত্রিপুরা, মিজোরামের মত রাজ্যগুলিতেও নিয়ে যাওয়া হবে পর্যটকদের৷ ভারতীয় রেল আশাবাদী এর ফলে উত্তর-পূর্ব ভারতের পর্যটন ক্ষেত্রের একদিকে যেমন বিকাশ ঘটবে, তেমনি আগামী দিনে ভারত গৌরব ট্রেন দেশের অন্যান্য প্রান্তেও চালানোর সময় মানুষের মধ্যে একটা আগ্রহ তৈরি হবে।