TRENDING:

একাধিক অধিকারের দাবিতে ভারত বনধের ডাক অনগ্রসর শ্রেণীর, ইতিবাচক আশ্বাস কেন্দ্রীয় মন্ত্রীর

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পাটনা: মঙ্গলবার সকাল থেকে ভারত বনধের ডাক দিল আদিবাসী ও দলিত সম্প্রদায়ের মানুষ ৷ সরকারের ১৩ পয়েন্ট রোস্টার সিস্টেম নিয়ে এলাহাবাদ হাইকোর্টের নির্দেশের ওপর স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট ৷ যার ফলস্বরূপ সমাজের অনগ্রসর সম্প্রদায়ের এই প্রতিবাদ ৷
advertisement

সরকারের ১৩ পয়েন্ট রিস্টোর সিস্টেম সম্পর্কিত পিটিশন বরখাস্ত করে সুপ্রিমকোর্ট যার ফলে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে গেস্ট লেকচরার্সের চাকরি খোয়ানোর আশঙ্কা বেড়েছে ৷ ২১টি দল সমেত অন্যান্য সংগঠনও এর বিরোধিতা করেছে ৷ তাদের দাবি অবিলম্বে একটি অর্ডিন্যান্স আনুক সরকার যাতে পিছিয়ে পড়া গোষ্ঠীর মানুষদের ভবিষ্যৎ সুরক্ষিত হয় ৷

আরও পড়ুন ফের পুলওয়ামায় জঙ্গি হানা, একটি বাড়িতে লুকিয়ে ২-৩ হিজবুল জঙ্গি

advertisement

বিভিন্ন সমাজসেবী সংগঠন থেকে শুরু করে অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হচ্ছে ৷ বিহারের আরাহ শহরে বিক্ষোভ প্রদর্শেনর সময় বহু বিক্ষোভকারীকে আটকও করা হয়েছে ৷

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

রেললাইনের ওপর বসে বিক্ষোভ দেখাতে থাকেন অনেকেই ৷ তাদের সরিয়েও দেয় জিআরপি ৷ আপাতত ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে ৷ তবে বিহারে রাস্তা আটকে চলছে প্রতিবাদ ৷ মূলত বিহার ও উত্তরপ্রদেশে এর বেশি প্রভাব পড়েছে ৷ বনধের সমর্থন করেছেন শরদ যাদব, অখিলেশ যাদব ও তেজস্বী যাদবের মত বিরোধীরা ৷ তবে এই বিষয়ে ব্যবস্থা নেবেন বলেই আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভরেকর ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
একাধিক অধিকারের দাবিতে ভারত বনধের ডাক অনগ্রসর শ্রেণীর, ইতিবাচক আশ্বাস কেন্দ্রীয় মন্ত্রীর