TRENDING:

Bhagwant Mann Wedding : পাত্রী গুরপ্রীত চিকিৎসক, দ্বিতীয় বার বিবাহবন্ধনে আবদ্ধ পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান

Last Updated:

Bhagwant Mann Wedding : আড়ম্বরহীন বিয়ের অনুষ্ঠানে অন্যান্য অভ্যাগতর সঙ্গে উপস্থিত ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল এবং আম আদমি পার্টির সাংসদ রাঘব চাড্ডা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
চণ্ডীগড় : ব্যক্তিগত জীবনে দ্বিতীয় পর্ব শুরু করলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান ৷ বৃহস্পতিবার দ্বিতীয় বার বিবাহবন্ধনে আবদ্ধ হলেন প্রাক্তন এই কৌতুকশিল্পী ৷ ৪৮ বছর বয়সি ভগবন্ত গাঁটছড়া বাঁধলেন ৩২ বছরের চিকিৎসক গুরপ্রীত কৌরের সঙ্গে ৷ চণ্ডীগড়ে এক ঘরোয়া পরিবেশে বসেছিল বিয়ের আসর ৷ আড়ম্বরহীন বিয়ের অনুষ্ঠানে অন্যান্য অভ্যাগতর সঙ্গে উপস্থিত ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল এবং আম আদমি পার্টির সাংসদ রাঘব চাড্ডা ৷
৪৮ বছর বয়সি ভগবন্ত গাঁটছড়া বাঁধলেন ৩২ বছরের চিকিৎসক গুরপ্রীত কৌরের সঙ্গে
৪৮ বছর বয়সি ভগবন্ত গাঁটছড়া বাঁধলেন ৩২ বছরের চিকিৎসক গুরপ্রীত কৌরের সঙ্গে
advertisement

বিয়ের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন রাঘব চাড্ডা ৷ নতুন জীবনের সূত্রপাতে ভগবন্ত এবং গুরপ্রীতকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন কেজরীওয়ালও ৷

সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, বিয়ের মেনুতে ছিল ভারতীয় এবং ইতালীয় খাবার ৷ অতিথিদের জন্য খাবারের সম্ভারে ছিল কড়াই পনির, তন্দুরি কুলচা, ডাল মাখানি, নবরত্ন বিরিয়ানি, অ্যাপ্রিকট স্টাফড কোফতা, লাজাঙ্গা সিসিলিয়ানো এবং বুরানি রায়তা ৷ পাশাপাশি ডেজার্টে ছিল ফ্রুট ট্রাফল, মুগ ডাল হালুয়া, শাহী টুকরা, অঙ্গুরি রসমালাই, ড্রাই ফ্রুট রাবড়ি-সহ অন্যান্য পদ ৷

advertisement

আরও পড়ুন : পড়তে আসছে না পড়ুয়ারা, তাই ৩ বছরের মাইনে ফেরত দিতে উপাচার্যকে চেক দিলেন অধ্যাপক!

নবপরিণীতা গুরপ্রীত চার বছর আগে হরিয়ানার এক বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে এমবিবিএস সম্পূর্ণ করেন ৷ তিনি মান পরিবারের পূর্ব পরিচিতা ভগবন্তের প্রথম স্ত্রী ছিলেন ইন্দরপ্রীত ৷ ছ’ বছর আগে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়ে যায় ৷ ভগবন্ত ও ইন্দরপ্রীতের দুই সন্তান দিলশান এবং সীরত থাকে আমেরিকায় ৷

advertisement

আরও পড়ুন : দেশের ৭৫৬টি স্টেশনের মধ্যে ২২৩টি বাংলায়, নির্ভয়া স্টেশনে থাকছে কড়া নিরাপত্তা

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

জানা গিয়েছে, আপ নেতা ভগবন্তের মা ও বোন চাইছিলেন তিনি আবার বিয়ে করুন ৷ প্রসঙ্গত এ দেশে মুখ্যমন্ত্রী হওয়ার পর বিয়ে করছেন, এমন ব্যক্তি হিসেবে মান দ্বিতীয় ৷ তাঁর আগে এই নজির গড়েছেন অসমের প্রফুল্ল মহন্ত ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Bhagwant Mann Wedding : পাত্রী গুরপ্রীত চিকিৎসক, দ্বিতীয় বার বিবাহবন্ধনে আবদ্ধ পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান
Open in App
হোম
খবর
ফটো
লোকাল