বিয়ের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন রাঘব চাড্ডা ৷ নতুন জীবনের সূত্রপাতে ভগবন্ত এবং গুরপ্রীতকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন কেজরীওয়ালও ৷
সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, বিয়ের মেনুতে ছিল ভারতীয় এবং ইতালীয় খাবার ৷ অতিথিদের জন্য খাবারের সম্ভারে ছিল কড়াই পনির, তন্দুরি কুলচা, ডাল মাখানি, নবরত্ন বিরিয়ানি, অ্যাপ্রিকট স্টাফড কোফতা, লাজাঙ্গা সিসিলিয়ানো এবং বুরানি রায়তা ৷ পাশাপাশি ডেজার্টে ছিল ফ্রুট ট্রাফল, মুগ ডাল হালুয়া, শাহী টুকরা, অঙ্গুরি রসমালাই, ড্রাই ফ্রুট রাবড়ি-সহ অন্যান্য পদ ৷
advertisement
আরও পড়ুন : পড়তে আসছে না পড়ুয়ারা, তাই ৩ বছরের মাইনে ফেরত দিতে উপাচার্যকে চেক দিলেন অধ্যাপক!
নবপরিণীতা গুরপ্রীত চার বছর আগে হরিয়ানার এক বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে এমবিবিএস সম্পূর্ণ করেন ৷ তিনি মান পরিবারের পূর্ব পরিচিতা ভগবন্তের প্রথম স্ত্রী ছিলেন ইন্দরপ্রীত ৷ ছ’ বছর আগে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়ে যায় ৷ ভগবন্ত ও ইন্দরপ্রীতের দুই সন্তান দিলশান এবং সীরত থাকে আমেরিকায় ৷
আরও পড়ুন : দেশের ৭৫৬টি স্টেশনের মধ্যে ২২৩টি বাংলায়, নির্ভয়া স্টেশনে থাকছে কড়া নিরাপত্তা
জানা গিয়েছে, আপ নেতা ভগবন্তের মা ও বোন চাইছিলেন তিনি আবার বিয়ে করুন ৷ প্রসঙ্গত এ দেশে মুখ্যমন্ত্রী হওয়ার পর বিয়ে করছেন, এমন ব্যক্তি হিসেবে মান দ্বিতীয় ৷ তাঁর আগে এই নজির গড়েছেন অসমের প্রফুল্ল মহন্ত ৷
