TRENDING:

এবার জিনস, টি-শার্ট, শর্টস বা স্কার্ট পরে মন্দিরে প্রবেশ নিষিদ্ধ

Last Updated:

স্কুল কলেজের পর এবার মন্দিরেও চালু হচ্ছে ড্রেস কোড ৷ এবার আর জিনস, টি-শার্ট, শর্টস বা স্কার্ট পরে আর ঢোকা যাবে না এই মন্দিরে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#হায়দরাবাদ: স্কুল কলেজের পর এবার মন্দিরেও চালু হচ্ছে ড্রেস কোড ৷ এবার আর জিনস, টি-শার্ট, শর্টস বা স্কার্ট পরে আর ঢোকা যাবে না এই মন্দিরে ৷ তেলেঙ্গনার ভদ্রাচলমের শ্রী সীতা রামচন্দ্র স্বামী মন্দিরে প্রবেশের জন্য দর্শনার্থীদের মেনে চলতে হবে ড্রেস কোড ৷ পয়লা জুন অর্থাৎ আজ থেকে লাগু করা হবে এই নতুন নিয়ম ৷
advertisement

এর আগে অন্ধ্রপ্রদেশের তিরুমালা তিরুপতি মন্দিরেও রয়েছে নির্দিষ্ট ড্রেস কোড ৷ পুরুষদের ধুতি, লুঙ্গি পরতে হবে ৷ সঙ্গে কাঁধে রাখতে হবে কান্দুভা ৷ এছাড়া সাদা কুর্তা বা পাজামা পরেও মন্দিরে প্রবেশ করতে পারবেন পুরুষরা ৷ মহিলারা শাড়ি বা সালওয়ার কামিজ পরে প্রবেশ করতে পারবেন ৷

শ্রী সীতা রামচন্দ্র স্বামী মন্দিরের এক আধাকিারিক জানিয়েছেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এবার থেকে টাইট জামা কাপড় যেমন জিনস, টি শার্ট পরে মন্দিরে প্রবেশ করা যাবে না ৷’ তিনি আরও জানান এর মূল উদ্দেশ্য হচ্ছে মন্দিরে হিন্দু ঐতিহ্য তুলে ধরা ও বজায় রাখা ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

যারা এই নিয়ম পালন করবেন না তাদের মন্দিরের মূস বিগ্রহ দর্শন করতে দেওয়া হবে না ৷

বাংলা খবর/ খবর/দেশ/
এবার জিনস, টি-শার্ট, শর্টস বা স্কার্ট পরে মন্দিরে প্রবেশ নিষিদ্ধ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল