কিন্তু এ কাজেও যে এত বিপদ লুকিয়ে রয়েছে তা অনেকেই মাথায় রাখেন না । ট্রায়াল রুমের মধ্যে থাকে গোপন ক্যামেরা বসানো । বিশেষ করে মেয়েদের ট্রায়াল রুমেই এ ধরনের ঘৃণ্য কাজ করে থাকেন অনেকে । যেমন করেছিল ওড়িশার কেওনঝড়ের ভি-মার্ট শপিং মলের এক অসৎ কর্মচারী । মেয়েদের ট্রায়াল রুমের মধ্যে ক্যামেরা তাক করে বসেছিল সে । গোটা ঘটনাটি সামনে আসতেই তাকে গ্রেফতার করা হয় ।
advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই তরুণী তাঁর পরিবারের সঙ্গে মলে পোশাক কিনতে গিয়েছিলেন । জামাকাপড় নিয়ে ট্রায়াল রুমে ঢোকেন তিনি । পোশাক ট্রায়াল দেওয়ার সময় তিনি লক্ষ্য করেন পাশের ট্রায়াল রুম থেকে তার দিকে মোবাইল ফোন তাক করে রেখেছে কেউ একজন । তৎক্ষণাৎ অ্যালার্ম বোতাম বাজান তিনি । ওই তরুণীর চিৎকার শুনে সকলেই ছুটে আসেন । পাশের ট্রায়াল রুম থেকে ওই যুবককে হাতেনাতে ধরে ফেলেন সকলে । এরপর তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় । গোটা ঘটনাটির তদন্তে নেমেছে পুলিশ । ওই যুবক আগেও এমন ঘটনা ঘটিয়েছে কিনা তা জানার চেষ্টা চালানো হচ্ছে ।