TRENDING:

শপিং মলের ট্রায়াল রুমে ড্রেস চেঞ্জ করেন? সাবধান! এই খানে থাকে গোপন ক্যামেরা

Last Updated:

পোশাক ট্রায়াল দেওয়ার সময় তরুণী লক্ষ্য করেন, একটি মোবাইলে তাঁর অর্ধনগ্ন ছবি তোলার চেষ্টা হচ্ছে ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কেওনঝড়: মানুষের কেনাকাটার ধরন এখন পাল্টেছে অনেকটাই । শহুরে নাগরিকরা বেশিরভাগই স্বাচ্ছন্দ্যবোধ করেন শপিং মল থেকে কেনাকাটা করতে । তার অনেকগুলো কারণ রয়েছে । প্রথমথ শপিং মলে একই সঙ্গে হরেক জিনিস, হরেক ব্র্যান্ড, হরেক রকম সামগ্রী পাওয়া যায় একই ছাদের তলায় । জিন্স কিনতে এক দোকানে, সালোয়ার কিনতে এক দোকানে, জুতো-গয়না-ব্যাগ-সোয়েটারের জন্য অন্য দোকানে ছোটাছুটি করতে হয় না । আর দ্বিতীয়থ এখানে জামাকাপড় ট্রায়াল দিয়ে দেখে নেওয়ার সুবিধা থাকে । একবার পোশাক কিনে বাড়ি নিয়ে গিয়ে আবার সেটা ফেরত দিতে আসার প্রয়োজন পড়ে না । ট্রায়াল রুমে গিয়েই দেখে নেওয়া যায় পোশাক ঠিক মতো ফিট করছে কিনা ।
advertisement

কিন্তু এ কাজেও যে এত বিপদ লুকিয়ে রয়েছে তা অনেকেই মাথায় রাখেন না । ট্রায়াল রুমের মধ্যে থাকে গোপন ক্যামেরা বসানো । বিশেষ করে মেয়েদের ট্রায়াল রুমেই এ ধরনের ঘৃণ্য কাজ করে থাকেন অনেকে । যেমন করেছিল ওড়িশার কেওনঝড়ের ভি-মার্ট শপিং মলের এক অসৎ কর্মচারী । মেয়েদের ট্রায়াল রুমের মধ্যে ক্যামেরা তাক করে বসেছিল সে । গোটা ঘটনাটি সামনে আসতেই তাকে গ্রেফতার করা হয় ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘা যাওয়ার পথে নেগুয়া গ্রাম! এখানেই রয়েছে বঙ্কিমচন্দ্রের রহস্যময় ইতিহাস, জানুন
আরও দেখুন

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই তরুণী তাঁর পরিবারের সঙ্গে মলে পোশাক কিনতে গিয়েছিলেন । জামাকাপড় নিয়ে ট্রায়াল রুমে ঢোকেন তিনি । পোশাক ট্রায়াল দেওয়ার সময় তিনি লক্ষ্য করেন পাশের ট্রায়াল রুম থেকে তার দিকে মোবাইল ফোন তাক করে রেখেছে কেউ একজন । তৎক্ষণাৎ অ্যালার্ম বোতাম বাজান তিনি । ওই তরুণীর চিৎকার শুনে সকলেই ছুটে আসেন । পাশের ট্রায়াল রুম থেকে ওই যুবককে হাতেনাতে ধরে ফেলেন সকলে । এরপর তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় । গোটা ঘটনাটির তদন্তে নেমেছে পুলিশ । ওই যুবক আগেও এমন ঘটনা ঘটিয়েছে কিনা তা জানার চেষ্টা চালানো হচ্ছে ।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
শপিং মলের ট্রায়াল রুমে ড্রেস চেঞ্জ করেন? সাবধান! এই খানে থাকে গোপন ক্যামেরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল