TRENDING:

Bengaluru cooler than Mussoorie: অশনির জেরে তাপমাত্রা নামল ২৩ ডিগ্রিতে, সিমলা- মুসৌরিকেও গোল দিল েবঙ্গালুরু

Last Updated:

ঘূর্ণিঝড় অশনির প্রভাবে বেঙ্গালুরুর তাপমাত্রায় এই আচমকা পরিবর্তন বলে জানাচ্ছেন আবহবিদরা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বেঙ্গালুরু: উত্তর পশ্চিম ভারতের একাংশ জুড়ে চলছে তাপপ্রবাহের পরিস্থিতি৷ আগামিকাল এবং পরশু রাজধানী দিল্লির তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে৷
ভরা গ্রীষ্মেও হিমেল হাওয়া বইছে বেঙ্গালুরুতে৷ Photo-PTI
ভরা গ্রীষ্মেও হিমেল হাওয়া বইছে বেঙ্গালুরুতে৷ Photo-PTI
advertisement

এর ঠিক উল্টো ছবি বেঙ্গালুরুতে৷ বৃহস্পিতবার বেঙ্গালুরুর সর্বনিম্ন তাপমাত্রা নেমে যায় ২৩ ডিগ্রি সেলসিয়াসে৷ যা গত ৫০ বছরে মে মাসের দ্বিতীয় শীতলতম তাপমাত্রা৷ বৃহস্পতিবার বেঙ্গালুরুর সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২৩ ডিগ্রি নীচে নেমে যায়৷ বৃষ্টির সঙ্গে শহর জুড়ে বইছে ঠান্ডা বাতাস৷ যার জেরে হাল্কা জ্যাকেটের মতো শীত পোশাকও গায়ে চাপিয়েছেন কেউ কেউ৷

advertisement

আরও পড়ুন: অশনির ঝাপটা মিটতে না মিটতেই ফের তৈরি সাইক্লোন করিম, কোথায় হানবে আঘাত

ঘূর্ণিঝড় অশনির প্রভাবে বেঙ্গালুরুর তাপমাত্রায় এই আচমকা পরিবর্তন বলে জানাচ্ছেন আবহবিদরা৷ কারণ বঙ্গোপসাগরের উপর দিয়ে দক্ষিণ ভারতের দিকেই সরে গিয়েছিল এই ঘূর্ণিঝড়৷ ভারতীয় আবহবিজ্ঞান দফতরের তথ্য বলছে, বৃহস্পতিবার বেঙ্গালুরুর তাপমাত্রা সিমলা, মুসৌরির মতো শৈলশহরগুলির থেকেও নীচে নেমে গিয়েছিল৷

advertisement

বেঙ্গালুরুর তাপমাত্রা ২৩ ডিগ্রিতে নেমে যেতেই অনেকে মোবাইলে ওয়েদার অ্যাপের ছবি স্ক্রিনশট করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন৷ বেঙ্গালুরুর তাপমাত্রার সঙ্গে বিভিন্ন শৈলশহরের তাপমাত্রার তুলনা টেনেও সমাজমাধ্যমে পোস্ট করেছেন অনেকে৷ কেউ কেউ আবার মজা করে বলেছেন, 'ব্যাগপত্তর গুছিয়ে বেঙ্গালুরুতে রওনা দিলাম৷'

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ১৭ তারিখ পর্যন্ত বেঙ্গালুরুর আকাশ মেঘলাই থাকবে৷ ১৮ এবং ১৯ তারিখে বেঙ্গালুরুতে বজ্রবিদ্যুৎ সহ ঝড়, বৃষ্টির পূর্বাভাসও রয়েছে৷ ফলে গরম থেকে আপাতত কয়েকদিন মুক্তি বেঙ্গালুরুবাসীর৷ বরং তথ্যপ্রযুক্তির শহরে বসেই শৈলশহরের আবহাওয়ার মজা নিতে পারবেন তাঁরা৷ যা দেখে হিংসায় জ্বলছেন দিল্লি, পঞ্জাব, হরিয়ানার বাসিন্দাদের অনেকেই৷

বাংলা খবর/ খবর/দেশ/
Bengaluru cooler than Mussoorie: অশনির জেরে তাপমাত্রা নামল ২৩ ডিগ্রিতে, সিমলা- মুসৌরিকেও গোল দিল েবঙ্গালুরু
Open in App
হোম
খবর
ফটো
লোকাল