TRENDING:

Bengaluru cooler than Mussoorie: অশনির জেরে তাপমাত্রা নামল ২৩ ডিগ্রিতে, সিমলা- মুসৌরিকেও গোল দিল েবঙ্গালুরু

Last Updated:

ঘূর্ণিঝড় অশনির প্রভাবে বেঙ্গালুরুর তাপমাত্রায় এই আচমকা পরিবর্তন বলে জানাচ্ছেন আবহবিদরা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বেঙ্গালুরু: উত্তর পশ্চিম ভারতের একাংশ জুড়ে চলছে তাপপ্রবাহের পরিস্থিতি৷ আগামিকাল এবং পরশু রাজধানী দিল্লির তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে৷
ভরা গ্রীষ্মেও হিমেল হাওয়া বইছে বেঙ্গালুরুতে৷ Photo-PTI
ভরা গ্রীষ্মেও হিমেল হাওয়া বইছে বেঙ্গালুরুতে৷ Photo-PTI
advertisement

এর ঠিক উল্টো ছবি বেঙ্গালুরুতে৷ বৃহস্পিতবার বেঙ্গালুরুর সর্বনিম্ন তাপমাত্রা নেমে যায় ২৩ ডিগ্রি সেলসিয়াসে৷ যা গত ৫০ বছরে মে মাসের দ্বিতীয় শীতলতম তাপমাত্রা৷ বৃহস্পতিবার বেঙ্গালুরুর সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২৩ ডিগ্রি নীচে নেমে যায়৷ বৃষ্টির সঙ্গে শহর জুড়ে বইছে ঠান্ডা বাতাস৷ যার জেরে হাল্কা জ্যাকেটের মতো শীত পোশাকও গায়ে চাপিয়েছেন কেউ কেউ৷

advertisement

আরও পড়ুন: অশনির ঝাপটা মিটতে না মিটতেই ফের তৈরি সাইক্লোন করিম, কোথায় হানবে আঘাত

ঘূর্ণিঝড় অশনির প্রভাবে বেঙ্গালুরুর তাপমাত্রায় এই আচমকা পরিবর্তন বলে জানাচ্ছেন আবহবিদরা৷ কারণ বঙ্গোপসাগরের উপর দিয়ে দক্ষিণ ভারতের দিকেই সরে গিয়েছিল এই ঘূর্ণিঝড়৷ ভারতীয় আবহবিজ্ঞান দফতরের তথ্য বলছে, বৃহস্পতিবার বেঙ্গালুরুর তাপমাত্রা সিমলা, মুসৌরির মতো শৈলশহরগুলির থেকেও নীচে নেমে গিয়েছিল৷

advertisement

বেঙ্গালুরুর তাপমাত্রা ২৩ ডিগ্রিতে নেমে যেতেই অনেকে মোবাইলে ওয়েদার অ্যাপের ছবি স্ক্রিনশট করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন৷ বেঙ্গালুরুর তাপমাত্রার সঙ্গে বিভিন্ন শৈলশহরের তাপমাত্রার তুলনা টেনেও সমাজমাধ্যমে পোস্ট করেছেন অনেকে৷ কেউ কেউ আবার মজা করে বলেছেন, 'ব্যাগপত্তর গুছিয়ে বেঙ্গালুরুতে রওনা দিলাম৷'

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চলছে মাস্টার্স কোর্স, কিন্তু ভবন নেই এখনও! পড়ুয়াদের দাবি স্থায়ী ক্যাম্পাস
আরও দেখুন

আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ১৭ তারিখ পর্যন্ত বেঙ্গালুরুর আকাশ মেঘলাই থাকবে৷ ১৮ এবং ১৯ তারিখে বেঙ্গালুরুতে বজ্রবিদ্যুৎ সহ ঝড়, বৃষ্টির পূর্বাভাসও রয়েছে৷ ফলে গরম থেকে আপাতত কয়েকদিন মুক্তি বেঙ্গালুরুবাসীর৷ বরং তথ্যপ্রযুক্তির শহরে বসেই শৈলশহরের আবহাওয়ার মজা নিতে পারবেন তাঁরা৷ যা দেখে হিংসায় জ্বলছেন দিল্লি, পঞ্জাব, হরিয়ানার বাসিন্দাদের অনেকেই৷

বাংলা খবর/ খবর/দেশ/
Bengaluru cooler than Mussoorie: অশনির জেরে তাপমাত্রা নামল ২৩ ডিগ্রিতে, সিমলা- মুসৌরিকেও গোল দিল েবঙ্গালুরু
Open in App
হোম
খবর
ফটো
লোকাল