বৃহস্পতিবার আরসিবি এবং ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি ডিএনএ এবং কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন (কেএসসিএ) প্রশাসনের বিরুদ্ধে পদপিষ্ট হওয়ার ঘটনায় মামলা রুজু করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনের কর্তারা বর্তমানে পলাতক।
advertisement
এফআইআরের ভিত্তিতে, ভারতীয় ন্যয় সংহিতার বিভিন্ন ধারায় গ্রেফতার করা হয়েছে, যার মধ্যে রয়েছে অনিচ্ছাকৃত খুন, গুরুতর আঘাত, বেআইনি ভাবে সমাবেশ এবং তাড়াহুড়ো বা অবহেলার মাধ্যমে মানুষের জীবনকে বিপন্ন করার মতো ধারা।
আরসিবি-র ভিক্ট্রি প্যারেডে শামিল হতে গত বুধবার সন্ধ্যায় বেঙ্গালুরুতে স্টেডিয়ামের বাইরে পদদলিত হয়ে ১১ জন মারা যান৷ মৃতদের প্রত্যেকরই বয়স ৪০ এর নীচে৷ সর্বকনিষ্ঠ মেয়েটি ১৩ বছরের।
বেঙ্গালুরু পুলিশ কমিশনার সহ ৩ জন সিনিয়র পুলিশ কর্তাকে ইতিমধ্যেই বরখাস্ত করা হয়েছে।
বৃহস্পতিবার, কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া পদপিষ্ট হওয়ার ঘটনায় বেঙ্গালুরু পুলিশ কমিশনার বি দয়ানন্দ এবং আরও তিনজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করেছেন।