অভিযুক্ত বছর তিরিশের এস সিকন্দর এবং তার স্ত্রী নাজমা সিকন্দর (২৯) দু’জনেই বেঙ্গালুরুর চিক্কাবানাভারার বাসিন্দা। তদন্তকারীরা সম্প্রতি সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করতে গিয়ে দেখেন, এই দম্পতি রাত্রি ৩ টে থেকে ভোর ৫ টার মধ্যে স্কুটারে চেপে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছেন।
আরও পড়ুন- "মাদ্রাসায় হিজাব খিজাব যা খুশি পরুন" হিজাব বিতর্কে সমালোচনার মুখে সাধ্বী প্রজ্ঞা
advertisement
স্কুটারের আলো বন্ধ করে দেন তারা যাতে সিসিটিভিতে গাড়ির নম্বর ধরা না পড়ে এবং তারপর ট্র্যাফিক সিগনালের ব্যাটারি চুরি করে নেন। সূত্রের খবর, এই দম্পতি ২০২১ সালের জুন মাস থেকে ট্রাফিক সিগনালের ব্যাটারি (Traffic Signal Battery Theft) চুরি করতে শুরু করেন। পুলিশের অনুমান, টাকার জন্য সেই ব্যাটারিগুলিকে আবর্জনা হিসাবে বিক্রি করতেন তারা।
পুলিশ সূত্রের খবর, সিকন্দর একটি চায়ের দোকান চালাত। কিন্তু লকডাউনের সময় উপার্জনের সম্বল দোকানটি বন্ধ করতে হয়েছিল। পরে স্কুটারে করে ঘুরে ঘুরে চা বিক্রি শুরু করেন তিনি। সেই সময় একাধিকবার ট্রাফিক পুলিশ সিকন্দরকে আটক করে বলে অভিযোগ। এমনকী ট্রাফিক পুলিশরা একবার সিকন্দরের চায়ের ফ্লাস্কও ভেঙে দেয় বলে অভিযোগ। এই ঘটনার ক্ষোভ জমতে জমতেই সিকন্দর ঠিক করে ট্রাফিক সিগনালের ব্যাটারিগুলি চুরি (Traffic Signal Battery Theft) করতে হবে।
আরও পড়ুন- বিয়ের ২০ দিন পর উদ্ঘাটিত হল নববধূর রহস্য! থানায় যেতে বাধ্য হলেন স্বামী
পুলিশের দেওয়া তথ্য অনুসারে, বেঙ্গালুরুর আশেপাশের বিভিন্ন সিগনালে ৬৮ টি চুরির ঘটনা ঘটেছে। অপরাধীদের ধরতে গোরাগুন্টেপল্যা মোড়ে কয়েকদিনের জন্য একটি ক্যাম্পও করে পুলিশ।