TRENDING:

ফেসবুক পোস্টে উস্কানি, বেঙ্গালুরু জুড়ে তাণ্ডব! মৃত বেড়ে ২, জারি ১৪৪ ধারা

Last Updated:

বেঙ্গালুরু জুড়ে শুরু হয়েছে অশান্তি৷ এসিপি সহ প্রায় ৬০জন পুলিশকর্মী আহত হয়েছেন৷ বিক্ষোভকারীরা বিভিন্ন জায়গায় আগুন ধরিয়ে দেয়৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বেঙ্গালুরু: একটি ফেসবুক পোস্ট৷ এবং সেটা ঘিরে রণক্ষেত্র বেঙ্গালুরু৷ কংগ্রেস বিধায়ক অখণ্ড শ্রীনিবাস মূর্তির ভাইপো ফেসবুকে হজরত মহম্মদকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছিলেন বলে অভিযোগ৷ একই ভিত্তিতে রীতিমতো প্রতিবাদে সরব হন অনেকে৷ বেঙ্গালুরু জুড়ে শুরু হয় তাণ্ডব৷ প্রতিবাদকারীরা আগুন ধরিয়ে দেয় বিভিন্ন জায়গায়৷ কেজি হাল্লি এবং ডিজি হাল্লি থানায় মঙ্গলবার রাতে হামলা চালানো হয়৷ এসিপি পদ মর্যাদার এক পুলিশ আধিকারিক সহ ৬০জন পুলিশকর্মী জখম হয়েছেন এই ঘটনায়৷ বেঙ্গালুরুর কাভাল বাইসান্দ্রা এলাকায় কংগ্রেস নেতা শ্রীনিবাস মূর্তির বাড়ির সামনে চলে দফায় দফায় প্রতিবাদ৷ ছোড়া হয় পাথরও৷ পার্কিং-এ দাঁড়িয়ে থাকা গাড়িতে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা৷
advertisement

অন্যদিকে একদল উত্তেজিত জনতা কে জি হাল্লি থানার সামনে প্রতিবাদ দেখায় ও পুলিশ বাহিনীর ওপর হামলা চালায়৷

এই ঘটনায় পুলিশ অভিযোগ দায়ের করতে চায়নি বলেই খবর৷ তবে তিনি নিজে এমন ফেসবুক পোস্ট করেননি বলে জানিয়েছেন নেতার ভাইপো৷ তার ফেসবুক হ্যাক হয়েছে এবং তার হয়ে অন্য কেউ এই কুরুচিকর ও উস্কানিমূলক পোস্ট করে বলে অভিযোগ৷ যদিও সেই পোস্টটি পরে ডিলিট করে দেওয়া হয়৷

advertisement

তবে শহর জুড়ে যখন তাণ্ডব শুরু হয়, তখন একের পর এক রাজনৈতিক নেতারা সোশ্যাল মিডিয়ায় শান্তি বার্তা দিতে থাকেন৷ এই ধরনের উত্তেজনা বন্ধ করার জন্য সোশ্যাল মিডিয়া মারফত তাঁরা অনুরোধ করতে থাকেন৷

বিধায়ক অখণ্ড শ্রীনিবাসের বাড়ির ওপর হামলা হতেই বর্ষীয়ান কংগ্রেস নেতা দিনেশ গুন্ডু রাও ট্যুইট করেন, ভয়ঙ্কর পরিস্থিতি৷ তিনি আরও লেখেন, যাই উস্কানি থাকুক না কেন, নিজের হাতে আইন তুলে নেওয়া বা সরকারি সম্পত্তি নষ্ট করার অধিকার কারও নেই৷ পরস্থিতি নিয়ন্ত্রণে আনা প্রথম কাজ৷

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

যারা প্রতিবাদের নামে অশান্তি করছিল, তাদের মধ্যে এই ঘটনায় ১১০ জনকে গ্রেফতার করা হয়েছে৷ জানিয়েছেন জয়েন্ট কমিশানার (ক্রাইম) সন্দীপ পাটেল৷ কংগ্রেস বিধায়কের ভাইপোকেও গ্রেফতার করা হয়েছে৷

বাংলা খবর/ খবর/দেশ/
ফেসবুক পোস্টে উস্কানি, বেঙ্গালুরু জুড়ে তাণ্ডব! মৃত বেড়ে ২, জারি ১৪৪ ধারা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল