TRENDING:

পরিচারিকার সঙ্গে শারীরিক মিলনের সময় বৃদ্ধের মৃত্যু, দেহ লোপাটের দায়ে গ্রেফতার ৩

Last Updated:

Bengaluru Death-অভিযোগ পরিচারিকার সঙ্গে সঙ্গমের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বেঙ্গালুরু : বাড়ির পরিচারিকার সঙ্গে শারীরিক সম্পর্কের সময় মৃত্যু হল এক প্রৌঢ়ের৷ এই অভিযোগ উঠেছে বেঙ্গালুরু শহরে৷ প্রয়াত ৬৭ বছরের বালসুব্রহ্ম্যম ছিলেন পেশায় ব্যবসায়ী৷ অভিযোগ পরিচারিকার সঙ্গে সঙ্গমের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে পরে শহরের নির্জন স্থান থেকে উদ্ধার হয় তাঁর দেহ৷
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
advertisement

পুলিশের দাবি, জেরায় ওই পরিচারিকা জানিয়েছেন, প্রৌঢ়ের মৃত্যুর পর তিনি আতঙ্কিত হয়ে পড়েন৷ তড়িঘড়ি ডেকে আনেন স্বামী এবং ভাইকে৷ তার পর তিন জনে মিলে প্রৌঢ়ের দেহ প্লাস্টিকের প্যাকেটে মুড়ে ফেলে দিয়ে আসেন জে পি নগর এলাকায়৷ বালসুব্রহ্ম্যম অনেক বার পরিচারিকার বাড়িতে এসেছেন-এই দাবি করেছে পুলিশ, দু’জনের ফোনের কল রেকর্ড দেখার পর৷

advertisement

আরও পড়ুন : পাঁচ কোটির পুরস্কার ঘোষণা করেছিল অস্ট্রেলিয়া সরকার! দিল্লিতে ধরা পড়ল খুনে অভিযুক্ত

মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে সম্প্রতি অ্যাঞ্জিওগ্রাম করা হয়েছিল তাঁর৷ ঘটনার দিন তিনি ব্যক্তিগত কাজে যাচ্ছেন বলে বাড়ি থেকে বার হন৷ পরিচারিকার দাবি, তাঁর বাড়িতেই মৃত্যু হয়েছে প্রৌঢ়ের৷ ঘটনার পর সম্ভাব্য বিপদ আঁচ করে তিনি স্বামী ও ভাইকে ডেকে আনেন৷ তার পর তিনজনে মিলে লোপাট করেন প্রৌঢ়ের দেহ৷

advertisement

আরও পড়ুন :  ৫ বছরের মেয়েকে ধর্ষণের শাস্তি ৫বার কান ধরে ওঠবোস ! আমাদের দেশেই দেওয়া হল এমন সাজা

সেরা ভিডিও

আরও দেখুন
১৭ রাজ্য পাড়ি দিয়ে শান্তির বার্তা — স্কুটিতে একা অভিযানে বর্ধমানের শিক্ষিকা
আরও দেখুন

পুলিশ সূত্রে জানা গিয়েছে ময়নাতদন্তের রিপোর্ট এলে ধোয়াঁশা কাটবে অনেক প্রশ্নের৷ অভিযুক্ত পরিচারিকা ও তাঁর স্বামী এবং ভাইয়ের বিরুদ্ধে মামলা রুজু করা হয়ে

বাংলা খবর/ খবর/দেশ/
পরিচারিকার সঙ্গে শারীরিক মিলনের সময় বৃদ্ধের মৃত্যু, দেহ লোপাটের দায়ে গ্রেফতার ৩
Open in App
হোম
খবর
ফটো
লোকাল