বেঙ্গালুরু: স্বাধীনতা দিবসে বেঙ্গালুরুর চিন্নাপ্পানপাল্য এলাকায় বিস্ফোরণ। মৃত্যু হল ১০ বছরের এক বালকের। শুক্রবার সকাল সাড়ে আটটা নাগাদ ঘটনাটি ঘটে। ঘনবসতিপূর্ণ ওই এলাকায় বিস্ফোরণে তিনটি বাড়ির দেওয়াল ধসে পড়ে। ক্ষতিগ্রস্ত হয়েছে মোট ৮টি বাড়ি। দুর্ঘটনার জেরে জখম হয়েছেন অন্তত ১২ জন। কী ভাবে ওই দুর্ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ।
advertisement
পুলিশ জানিয়েছে, নিহত শিশুর নাম মোবারক (৮)। আহতদের মধ্যে রয়েছেন কস্তুরম্মা (৩৫), সরসাম্মা (৫০), শাবিরানা বানু (৩৫), সুব্রামণি (৬২), শেখ নাজিদ উল্লাহ (৩৭) এবং আট বছর বয়সি ফাতিমা।
প্রাথমিক তদন্তে জানা গেছে, কস্তুরম্মার বাড়িতেই বিস্ফোরণটি হয়। মোবারক তাঁর পাশের বাড়িতেই থাকত। বিস্ফোরণের তীব্রতা এতটাই জোরালো ছিল যে বাড়ির দেওয়াল এবং ছাদ ধসে পড়েছে। যার ফলে আশেপাশের আটটিরও বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।দূরের বাড়িগুলি থেকেও তীব্র কম্পন অনুভূত হয়।
দুর্ঘটনার খবর পেয়েই দ্রুত পুলিশ, দমকল বাহিনী এবং ত্রাণ দল ঘটনাস্থলে পৌঁছায়। ইতিমধ্যে আহতদের উদ্ধার করে সঞ্জয় গান্ধি এবং জয়নগর হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে তাদের চিকিৎসা চলছে।
সিলিন্ডারের মানের কোনও ত্রুটি ছিল কিনা, অন্য কোনও কারণে এই বিস্ফোরণটি ঘটেছে তাও খতিয়ে দেখা হচ্ছে। ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিস্থিতির উপর নজর রাখছেন। ঘটনাস্থল থেকে ফরেনসিক দল এবং বোমা নিষ্ক্রিয়কারী দল প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করেছে।