এবার থেকে বেঙ্গালুরু শহরের যত্রতত্র যাঁরাই জঞ্জাল ফেলবেন, তাঁদের ছবি অথবা ভিডিও তুলে পাঠাতে পারলেই ২৫০ টাকা করে পুরস্কার দেওয়া হবে৷ ছবি, ভিডিও পাঠানোর জন্য চালু করা হয়েছে একটি মোবাইল নম্বর৷ এ ছাড়াও সমাজমাধ্যমে ওই দুই সরকারি সংস্থার পেজেও ছবি, ভিডিও পোস্ট করা যাবে৷
বিএসডব্লিউএমএল-এর সিইও কারি গৌড়া এনডিটিভি-কে জানিয়েছেন, প্রায় পাঁচ হাজার অটো প্রতিদিন বেঙ্গালুরু শহর জুড়ে বাড়ি বাড়ি গিয়ে জঞ্জাল সংগ্রহ করে৷ তার পরেও বেশ কিছু মানুষ রাস্তায় যত্রতত্র জঞ্জাল ফেলে চলেছেন৷
advertisement
তিনি আরও জানিয়েছেন, যেখানে সেখানে জঞ্জাল ফেলা রুখতে সিসিটিভি নজরদারির ব্যবস্থা যেমন করা হচ্ছে, পাশাপাশি অভিযুক্তদের চিহ্নিত করতে পারলে ২০০০ টাকা জরিমানাও করা হবে৷
শুধু তাই নয়, যে সব বাড়ির ময়লা রাস্তায় ফেলা হবে, সেই ময়লা তুলে নিয়ে সেই বাড়িতেই ফেলে দেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়েছে৷
