TRENDING:

Bengaluru News: যত্রতত্র জঞ্জাল ফেলার ছবি তুলে় দিলেই নগদ ২৫০ টাকা পুরস্কার, কোন শহরে চালু হল ব্যবস্থা?

Last Updated:

ছবি, ভিডিও পাঠানোর জন্য চালু করা হয়েছে একটি মোবাইল নম্বর৷ এ ছাড়াও সমাজমাধ্যমে ওই দুই সরকারি সংস্থার পেজেও ছবি, ভিডিও পোস্ট করা যাবে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
যাঁরা পথেঘাটে অথবা যত্রতত্র জঞ্জাল ফেলবেন, তাঁদের ছবি তুলে দিতে পারলেই নগদ ২৫০ টাকা পুরস্কার৷ শহর জঞ্জালমুক্ত করতে এবার এমনই উদ্যোগ নিল গ্রেটার বেঙ্গালুরু অথোরিটি (জিবিএ) এবং বেঙ্গালুরু সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট লিমিটেড (বিএসডব্লিউএমএল)৷
এআই-এর সাহায্যে তৈরি প্রতীকী ছবি৷
এআই-এর সাহায্যে তৈরি প্রতীকী ছবি৷
advertisement

এবার থেকে বেঙ্গালুরু শহরের যত্রতত্র যাঁরাই জঞ্জাল ফেলবেন, তাঁদের ছবি অথবা ভিডিও তুলে পাঠাতে পারলেই ২৫০ টাকা করে পুরস্কার দেওয়া হবে৷ ছবি, ভিডিও পাঠানোর জন্য চালু করা হয়েছে একটি মোবাইল নম্বর৷ এ ছাড়াও সমাজমাধ্যমে ওই দুই সরকারি সংস্থার পেজেও ছবি, ভিডিও পোস্ট করা যাবে৷

বিএসডব্লিউএমএল-এর সিইও কারি গৌড়া এনডিটিভি-কে জানিয়েছেন, প্রায় পাঁচ হাজার অটো প্রতিদিন বেঙ্গালুরু শহর জুড়ে বাড়ি বাড়ি গিয়ে জঞ্জাল সংগ্রহ করে৷ তার পরেও বেশ কিছু মানুষ রাস্তায় যত্রতত্র জঞ্জাল ফেলে চলেছেন৷

advertisement

তিনি আরও জানিয়েছেন, যেখানে সেখানে জঞ্জাল ফেলা রুখতে সিসিটিভি নজরদারির ব্যবস্থা যেমন করা হচ্ছে, পাশাপাশি অভিযুক্তদের চিহ্নিত করতে পারলে ২০০০ টাকা জরিমানাও করা হবে৷

সেরা ভিডিও

আরও দেখুন
মেসি আসছেন কলকাতায়, শুনেই ঘুম উড়েছে এই ভক্তের! পেশায় চা বিক্রেতা করেছেন পরিকল্পনা
আরও দেখুন

শুধু তাই নয়, যে সব বাড়ির ময়লা রাস্তায় ফেলা হবে, সেই ময়লা তুলে নিয়ে সেই বাড়িতেই ফেলে দেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়েছে৷

বাংলা খবর/ খবর/দেশ/
Bengaluru News: যত্রতত্র জঞ্জাল ফেলার ছবি তুলে় দিলেই নগদ ২৫০ টাকা পুরস্কার, কোন শহরে চালু হল ব্যবস্থা?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল